
জামালপুর প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে শুরু করে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
দিবসের সূচনা হয় ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মাঠ, সরিষাবাড়ী কলেজ মাঠ, উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সরিষাবাড়ী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাসনিমুজ্জামান এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া।
পরে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং তিন দিনব্যাপী চারু ও কারুশিল্প ও উৎপাদিত শিল্পপণ্যের বর্ণিল মেলারও আয়োজন করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণ বিজয় দিবস উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামালপুর জেলা শাখার সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, বিএনপির নেত্রী সালিমা তালুকদার আরুণীর সমর্থকরা একটি শোভাযাত্রা সহকারে মুক্তিযোদ্ধা সংসদে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য অ্যাডভোকেট আব্দুল আউয়ালের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা শহীদদের প্রতি মোনাজাত ও একটি শোভাযাত্রা বের করেন।
অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) থেকে মনোনীত এমপি প্রার্থী ডা. মোশাররফ হোসেন বাউসি পপুলার পিংনা বারই পটল শহীদ নগর স্মৃতিসৌধে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও সাংবাদিক সংগঠনের মধ্যে সরিষাবাড়ী প্রেস ক্লাব, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন উপজেলা প্রশাসনের সঙ্গে একাত্ম হয়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।
দিনব্যাপী এসব কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সরিষাবাড়ীতে মহান বিজয় দিবস এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়।
বাংলাদেশ সময়: ২২:১২:৩১ ২৯ বার পঠিত