হাদির মৃত্যু: খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাদির মৃত্যু: খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫



হাদির মৃত্যু: খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা ডিআইটি মসজিদ চত্বর থেকে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এবিএম সিরাজুল মামুন বলেন, “শরীফ ওসমান হাদী ছিলেন গণ-অভ্যুত্থানের সাহসী কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান।

মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিআইটি মসজিদ এলাকায় এসে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ওসমান হাদী হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:১০   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নির্বাচনে জিতলে ২ শর্তে জাতীয় সরকার গঠন করবে জামায়াত: শফিকুর রহমান
রিজার্ভ বেড়ে ৩২.৫৭ বিলিয়ন ডলারে
গাজীপুরে কারখানার আগুন সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গানে গানে ছায়ানটের প্রতিবাদ
হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে: ইশরাক হোসেন
পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়: মির্জা ফখরুল
হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু
হাদির মৃত্যু: খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল
হাদির মতো দলের জন্য শহীদ হলেও কোনো আক্ষেপ থাকতো না: এটিএম কামাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ