
বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলার রিটার্নং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
মনোনয়ন উত্তোলন পরবর্তী অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জেলা বিএনপির সভাপতি বলেন, শুধুমাত্র বিএনপি নেতাকর্মী ও সমর্থক নয়, সারা দেশের মানুষ অধীর আগ্রহে তাদের প্রিয় মানুষ ও প্রিয় নেতা তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে দেশের মানুষ বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করছেন।
বগুড়াসহ সারা দেশের মানুষ উল্লেখযোগ্য ও সর্বোচ্চ সংখ্যক আসনে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশা করছি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে সকলের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে একটি সন্ত্রাস শোষণ মুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবেন তারেক রহমান।
রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশের স্বাধীনতাকালীন ও পরবর্তী দেশের সংকটময় পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি তারই যোগ্য সন্তান তারেক রহমান আজ দেশের সংকটময় পরিস্থিতিতে জীবন বাজি রেখে দেশের হাল ধরতে যাচ্ছেন। আসছে ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসলে মানুষ তার নেতৃত্বে গতিশীল হয়ে নির্বাচন মুখি হয়ে পড়বে।
দুঃখের বিষয়, এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা ও তার দোষররা প্রতিবেশি একটি দেশের মাধ্যমে দেশ বিরোধী নানারকম ষঢ়যন্ত্র চলমান রেখেছে। বিএনপি জন্মলগ্ন থেকেই জনগণের রায়ে বিশ্বাসী গণতন্ত্রমুখী সর্ববৃহৎ রাজনৈতিক দল। তাই একটি মহল চক্রান্ত ও অপচেষ্টা করছে বিএনপির পক্ষে গণরায়কে বাধাগ্রস্ত করতে। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় বাংলার জনগণ তা কখনও মেনে নেবে না, হতেও দেবে না।
মনোয়ন পত্র নেওয়ার সময় নির্বাচন কমিশনের বিধি মেনে রিটার্নিং কর্মকর্তার কক্ষে জেলা বিএনপি’র সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন-বগুড়া-৫ এর বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মো. সিরাজ, বগুড়া শহর বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল ও বিএনপি নেতা সাইফুল ইসলাম। এর আগে বেলা ১১ টা থেকেই জেলা প্রশাসন চত্বরে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ভিড় জমে যায়।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৪ ৫ বার পঠিত