![]()
বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় কূটনৈতিক সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড ও সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রসচিব বলেন, কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দায়িত্বশীল প্রতিবেদনের মাধ্যমে পররাষ্ট্রনীতিকে আরো কার্যকর করতে কূটনৈতিক সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ভবিষ্যতেও পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের স্বার্থে তারা আরো কার্যকর অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় জুরি বোর্ডের প্রধান রিয়াজ আহমেদ বলেন, বাংলাদেশের কূটনৈতিক সাংবাদিকতা বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি ও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর প্রতিষ্ঠিত, যা একে অন্যান্য বিটের সাংবাদিকতা থেকে স্বতন্ত্র করেছে।
অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে তিন কূটনৈতিক সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়। প্রিন্ট ক্যাটাগরিতে দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন, টেলিভিশন ক্যাটাগরিতে যমুনা টেলিভিশনের ফরেন অ্যাফেয়ার্স এডিটর মাহফুজুর রহমান মিশু ও অনলাইন ক্যাটাগরিতে সারাবাংলার কূটনৈতিক প্রতিবেদক অপূর্ব কুমার পিকে সেরা প্রতিবেদক নির্বাচিত হন।
বাংলাদেশ সময়: ২২:২৪:৪৯ ৮ বার পঠিত