জাতির জন্য কিছু করতে পারার তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করাই আমার লক্ষ্য : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতির জন্য কিছু করতে পারার তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করাই আমার লক্ষ্য : সিইসি
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



জাতির জন্য কিছু করতে পারার তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করাই আমার লক্ষ্য : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আমার কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমার একমাত্র এজেন্ডা হলো এই জাতির জন্য কিছু করতে পারার তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করা। এটাই আমার একমাত্র লক্ষ্য।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিসি-এসপিসহ সব মাঠ প্রশাসনের সঙ্গে ইসির মতবিনিময়সভার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আই এম নাও গোইং ব্যাক এমবোল্ডেন্ড এবং অসংখ্য রকমভাবে আমার বুকের জোর বেড়েছে আপনাদের কথাবার্তা শুনে।….গো টু ফিল্ড অ্যান্ড আই ওয়ান্ট আ ইলেকশন নিউট্রাল। প্রফেশনালি কাজ করবেন, কোনো রকমের কোনো বায়াসড হয়ে কাজ করবেন না।’

তিনি আরো বলেন, ‘দুজন ব্যক্তি আমাদের কাছে ভিভিআইপি।
আইন থাকলে এখনো ঘোষণা করে দিতাম। একজন রিটার্নিং কর্মকর্তা ও আরেক জন প্রিজাইডিং অফিসার।’

নাসির উদ্দিন বলেন, ‘আমরা দেখেছি ঢাকা শহর পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে। কিন্তু আপনারা যে সরাচ্ছেন তার কিন্তু খবর দেখছি না।
আপনারা প্রতিটি কাজের পাবলিসিটি করেন।’

সিইসি ডিসি-এসপিদের বলেন, ‘যারা দায়িত্ব পেয়েছেন আপনারা নির্বাচন পরিচালনা বিধি পড়েন, আদারওয়াইজ ইউ উইল বি ফেইলড অ্যাট ইউর ইনিশিয়াল রেস্পন্সিবিলিটিস।’

নির্বাচন কমিশন কমপ্লেইন লজিং সেন্টারে পরিণত হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘প্রতিনিয়ত কমপ্লেন আমাদের এখানে চলে আসছে। মানুষ জানে না কমপ্লেনটা রিটার্নি অফিসারের কাছে করতে হয়। ইলেকশন কমিশন কমপ্লেইন লজিং সেন্টারে পরিণত হয়েছে।

সিইসি বলেন, ‘রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসাররা অফিসের সামনে নম্বর টাঙিয়ে রাখবেন, কারো যদি কোনো অভিযোগ থাকে নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগ থাকে, ওই নম্বরে কমপ্লেন করবেন।’

পুলিশ ও প্রশাসনকে কমিউনাল হারমনি সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘এই মুহূর্তে যেমন ধরেন, একটা হিন্দু লাশ পুড়িয়ে দিয়েছে ময়মনসিংহে। বাংলাদেশ এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমনি মাস্ট বি মেনটেনড। এডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, কমিউনাল হারমনি যাতে মেনটেন্ড হয় এটা আপনাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে।’

‘মাইনরিটি কমিউনিটি যারা ভোট দিতে আসতে চান, তারা যাতে সেফলি, শান্তিপূর্ণভাবে আসতে পারে, ভোট দিয়ে বাড়ি পর্যন্ত ফিরতে পারে এবং শান্তিতে ঘুমাইতে পারে পরবর্তী দিনগুলো, সে ব্যবস্থা আপনাদের নিশ্চিত করতে হবে— সিইসি যোগ করেন।’

বাংলাদেশ সময়: ১৬:৩৮:৫১   ১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই - মৎস্য উপদেষ্টা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
জাতির জন্য কিছু করতে পারার তৃপ্তি নিয়ে মৃত্যুবরণ করাই আমার লক্ষ্য : সিইসি
ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই
সাধারণ মানুষের সচেতনতাই ডিজিটাল ভূসেবার সফলতা - সিনিয়র সচিব
৮ দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুরে অটোরিকশা ছিনতাই করে চালককে হত্যা, গ্রেফতার ২
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ১১ বছর পর সুপারকাপ নাপোলির
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ