
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল আজমীরী গলিতে ঐতিহ্যবাহী হযরত খাজা মঈনুদ্দিন চিশতী হাসান সানজারী (রহ.)-এর ৭১তম সাতদিনব্যাপী বাৎসরিক ওরশ মোবারক শুরু হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর), রাত ৯টায় বাবুরাইল আজমীরী গলি ২ নম্বর এলাকায় অবস্থিত হযরত শাহ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ (রহ.) খানকায়ে দারুল ইশক চত্বরে তরিকার পতাকা উত্তোলনের মাধ্যমে ওরশ মোবারকের উদ্বোধন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ওরশের উদ্বোধন করেন ঢাকা নবাববাড়ির বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নকশেবন্দ আবুল ওলা, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নকশেবন্দ আবুল ওলা, হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নকশেবন্দ আবুল ওলা এবং হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নকশেবন্দ আবুল ওলা।
এর আগে ওরশ উদযাপন কমিটি ও পীরভাই আশেকান ভক্তবৃন্দ পীরজাদাদের ফুল দিয়ে বরণ করেন।
জানা গেছে, ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ওরশ মোবারক চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। সাতদিনব্যাপী এই ওরশের সমাপ্তি হবে ২৮ ডিসেম্বর বাদ আসর আখেরি কুল ফাতেহার মাধ্যমে।
ওরশ উপলক্ষে প্রতিদিন রাত সাড়ে ৯টায় কুল ফাতেহা মজলিশে সামা (কাওয়ালি) এবং রাত ১০টায় বাংলা বয়াতি গানের আসর অনুষ্ঠিত হবে। সাতদিনের ওরশের মধ্যে ছয়দিন বাংলা বয়াতি গান পরিবেশন করা হবে। এছাড়া ওরশ চলাকালে নেওয়াজ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচি পালিত হবে।
ওরশ উদ্বোধন অনুষ্ঠানে হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) ওরশ উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরিকার পীরভাই-বোন এবং আশেকান ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হিন্দুস্থানের আধ্যাত্মিক বাদশাহ সুলতানে হিন্দ, আতায়ে রাসুল (সা.) হযরত সৈয়দ খাজা মঈনুদ্দিন চিশতী গরিবে নেওয়াজ হাসান সানজারী (রহ.)-এর ওরশ মোবারক ১৯৫৫ সালে বাবুরাইলে উদ্বোধন করেন ঢাকা নবাববাড়ির খানকায়ে দারুল ইশকের পীরে কামেল হযরত শাহ সৈয়দ খাজা নাজমুল হাসান নকশেবন্দ আবুল ওলা (রহ.)। এরপর থেকে দীর্ঘ ৭১ বছর ধরে এই ওরশ শরিফ ধারাবাহিকভাবে উদযাপিত হয়ে আসছে। বিভিন্ন সময়ে এ ওরশ পরিচালনার দায়িত্ব পালন করেছেন আলী আহম্মদ চুনকা, জামির আহমেদ জমু, আলহাজ আমিনুল ইসলাম, আলহাজ আলমাস সরদার, আলহাজ মো. শহীদুল্লাহ এবং মোহাম্মদ আলী রেজা রিপন।
বাংলাদেশ সময়: ২৩:১৯:০৬ ১০ বার পঠিত