বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে

প্রথম পাতা » চট্টগ্রাম » আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫



আ. লীগ আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে

সরকার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করে বলে মন্তব্য করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে ৫৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লক্ষ্মীপুরের ১৬ জন সংবাদকর্মীকে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘বিগত দিনে এ অঞ্চলের সাংবাদিকদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা গত ১৪ মাস মতবাদ-আদর্শ বিবেচনা না করে সত্যিকারেরই যারা প্রাপ্য তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, ‘বিগত দিনে সরকার গণমাধ্যমকে ভঙ্গুর করেছে, টুঁটি চেপে ধরেছে। গুজব ও নির্বাচনে বিশৃঙ্খলা প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।
মুক্ত গণমাধ্যমের জন্য সাংবাদিকদের সজাগ ও সচেষ্ট থাকতে হবে।’

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক গাজী গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম স্বপন ও তৌহিদুর রহমান রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪১   ১০ বার পঠিত