
যিশুখ্রিষ্টের জন্মদিন বড়দিন উপলক্ষ্যে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে রাজধানীর কাকরাইল গির্জা পরিদর্শন করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় এবি পার্টির একটি প্রতিনিধিদল নিয়ে তিনি কাকরাইলের ঐতিহাসিক সেন্ট মেরিস ক্যাথেড্রাল গির্জায় উপস্থিত হন। এ সময় তিনি গির্জায় ধর্মযাজক ও খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিনের আনন্দে অংশ নেন।
পরিদর্শনকালে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বড়দিন শুধু খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি মানবতা, ত্যাগ, ভালোবাসা ও শান্তির মহৎ শিক্ষা বহন করে। বাংলাদেশ একটি বহু ধর্মীয় ও বহু সাংস্কৃতিক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটাই আমাদের প্রত্যাশা ও রাজনৈতিক অঙ্গীকার।
তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিকে সামনে রেখেই এবি পার্টি একটি জবাবদিহিমূলক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক কল্যাণকর বাংলাদেশ গড়তে কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্ত ভিত্তি।
এ সময় গির্জা কর্তৃপক্ষ এবি পার্টির এ সৌজন্যমূলক পরিদর্শনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কাকরাইল গির্জা পরিদর্শন শেষে এবি পার্টির নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
এ সময় এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সহকারী সদস্য সচিব শাহ মাহামুদুল বারী রাকিব, রমনা থানার আহ্বায়ক আ. কাদের মুন্সী ও রমনা থানার সদস্য মো. লিয়াকত আলীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০৯:৫৬ ৬ বার পঠিত