শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুতুববাগ দরবারের ওরস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুতুববাগ দরবারের ওরস
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫



আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কুতুববাগ দরবারের ওরস

ঢাকার ফার্মগেট কুতুববাগ দরবারের তিন দিনের বার্ষিক ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার বন্দরের কুতুববাগ প্রাঙ্গণে দেশ-বিদেশের হাজার হাজার জাকের-মুরিদ, ভক্ত-আশেকানের উপস্থিতিতে তিন দিনব্যাপী জিকির-আসকার, ইবাদত-বন্দেগি এবং ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহত, মিলাদ-কিয়ামের মধ্যদিয়ে ওরস ও বিশ্ব জাকের ইজতেমা শেষ হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার আগে খাসবয়ান পেশ করেন মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ্ নকশবন্দী কুতুববাগী।

উল্লেখ্য, এই ইসলামি দ্বীনি জলসায় বাংলাদেশের হাজার হাজার জাকের মুরিদ ছাড়াও চীন, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের জাকের মুরিদ ও ভক্ত-আশেকানরা যোগদান করেন।

বুধবার বাদ আসর থেকে সারারাত ইবাদত-বন্দেগি, ওয়াজ-নসিহত, তাহাজ্জুদ ও ফজরের নামাজ হয় এবং ফাতেহা শরিফ, খতম শরিফ আদায় শেষে বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। বৃহস্পতিবার বাদ ফজর একইভাবে মোনাজাতের মধ্য দিয়ে শুক্রবার দিনের সূচনা হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে জুমার আগপর্যন্ত বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, ওলামায়ে কেরামরা শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত বিষয়ে কুরআন, হাদিস, ইজমা-কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এ সময় বিদেশিদের মধ্য থেকে জাপানি নাগরিক মাতামি উদাচি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, কুতুববাগীর এই ওরস ও বিশ্ব জাকের ইজতেমায় যোগ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ বছর আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা কুতুববাগীর জাপান সফর। জাপানে তার বহু জাকের মুরিদ রয়েছেন। আমাদের দেশের মানুষ কুতুববাগীকে খুব শ্রদ্ধা করেন ভালোবাসেন।

জুমার আগেই বাংলাদেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত করেন দরবারের পীর সৈয়দ জাকির শাহ নকশবন্দী কুতুববাগী।

মোনাজাতে বাংলাদেশ ও বিশ্বের শান্তির জন্য আল্লাহর দরবারে আকুল আবেদন করেন। হাজার হাজার কন্ঠে আমিন আমিন ধ্বনিতে শেষ হয় তিন দিনের এই বিশ্ব জাকের ইজতেমা।

বাংলাদেশ সময়: ২২:৫৬:৩০   ৮ বার পঠিত