মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

অসীম নির্যাতনের মুখেও খালেদা জিয়া মাথানত করেননি : আসিফ নজরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » অসীম নির্যাতনের মুখেও খালেদা জিয়া মাথানত করেননি : আসিফ নজরুল
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫



অসীম নির্যাতনের মুখেও খালেদা জিয়া মাথানত করেননি : আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সব প্রতিকূলতা সত্ত্বেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা রক্ষা, গণতন্ত্র ও উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। এমনকি জীবনের ঝুঁকি নিয়ে, অসীম নির্যাতনের মুখোমুখি হয়ে, মিথ্যা মামলার শিকার হয়ে, বিনা চিকিৎসায় সব প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি বাংলাদেশে থেকেছেন বাংলাদেশের মানুষের মধ্যে থেকেছেন, মাথানত করেননি।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘আজকে আমাদের সেই নেত্রী, সবার শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পরলোক গমন করেছেন।
শোক বইতে লিখতে গিয়ে আসলে কিছু লিখতে পারিনি আমরা। সবাই ভেঙে পড়েছি। আমরা অনুভব করছি, বাংলাদেশ আজকে আসলে এতিম হয়ে গেছে। বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
তবে সান্ত্বনার ব্যাপার যেটা সেটা হলো বাংলাদেশের মানুষ তাকে যে কত ভালোবাসেন, তা তিনি নিজের চোখে দেখে যেতে পেরেছেন। আরো ভালো লাগত আমাদের গণতন্ত্রের নবযাত্রার সময় যদি তাকে পেতাম। আল্লাহর ইচ্ছায় তিনি চলে গিয়েছেন। বাংলাদেশের মানুষ তার জন্য যেভাবে দোয়া করেন, আল্লাহ নিশ্চয়ই তাকে ভালো রাখবেন।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘আসলে আজকে আমরা সবাই শোকে ভেঙে পড়েছি। এই মহান নেত্রীর পরলোক গমনের এই ক্ষতি পূরণ হবে না। তবে আমাদের সবার সম্মিলিত শক্তি দিয়ে আমরা চেষ্টা করব বেগম খালেদা জিয়া যে যে স্বপ্ন দেখেছিলেন স্বাধীন, সার্বভৌম গণতান্ত্রিক এবং মানুষের অধিকার নিয়ে বাংলাদেশে সেটা যেন আমরা গড়ে তুলতে পারি। আমরা নির্বাচনের দ্বারপ্রান্তে আছি, আমরা চেয়েছিলাম তিনি যেন দেখে যেতে পারেন। হয়তো তিনি জান্নাতুল ফেরদৌস থেকে এটা দেখতে পাবেন।
আমরা সবাই মিলে চেষ্টা করব তার স্বপ্নটাকে পূরণ করতে।’

সংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক সংগ্রামের ক্ষেত্রে ১৯৭২ সাল থেকে আজকে পর্যন্ত ইতিহাস যদি দেখেন, তাহলে সবচেয়ে সিগনিফিকেন্ট ক্যারেক্টার হবেন বেগম খালেদা জিয়া। এই অর্জন কিন্তু সহজ নয়। এটা তিনি দীর্ঘদিনে অর্জন করেছেন। এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই রেয়ার কোয়ালিটি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যদি দেখেন তাহলে দেখবেন খালেদা জিয়া সবার থেকে আলাদা।’

বাংলাদেশ সময়: ২৩:২২:৫৮   ১৬ বার পঠিত