বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার উত্তর তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলেন মো. পারভেজ মিয়া (৩৩) ও তার বাবা আবুল বাশার (৫৯)। তারা সম্পর্কে বাবা-ছেলে।
উভয়েই উত্তর তরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে আসামি আবুল বাশারের বসতবাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার ওপর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মো. পারভেজ মিয়ার কাছ থেকে ১২ গ্রাম এবং আবুল বাশারের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
তারা দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪২   ১১ বার পঠিত