খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন সালমা ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন সালমা ইসলাম
বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬



খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন সালমা ইসলাম

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তর–এর প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সালমা ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। আল্লাহ তাঁর জন্য যতটুকু সময় নির্ধারণ করেছিলেন, সেই সময়ের মধ্যেই তিনি দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন। তাঁর রেখে যাওয়া কর্ম ও অবদান দেখলে মনে হয়, মানবসেবার জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন।

খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা স্মরণ করে তিনি বলেন, জীবনের প্রতিটি ধাপে তাকে নানা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু কখনোই তিনি পিছপা হননি। আপসহীন নেতৃত্বে তিনি সামনের দিকে এগিয়ে গেছেন এবং জনগণের জন্য কাজ করে গেছেন। একজন নারী হিসেবে তাঁর কাজ ও সিদ্ধান্তগুলো তাকে গর্বিত করে বলেও মন্তব্য করেন সালমা ইসলাম।

তিনি বলেন, খালেদা জিয়ার দেওয়া নির্দেশনা ও আদর্শ তাকে ব্যক্তিগতভাবেও অনুপ্রাণিত করেছে। ‘তিনি আমাদের মধ্যে শারীরিকভাবে না থাকলেও আমি বিশ্বাস করি, ছায়ার মতো তিনি আমাদের পাশে থাকবেন,’ বলেন তিনি।

নারীশিক্ষা বিস্তারে খালেদা জিয়ার অবদান তুলে ধরে সালমা ইসলাম বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে তাঁর অবদান যুগ যুগ ধরে দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী হিসেবেই তিনি নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন।

বেসরকারি খাত ও অর্থনীতির প্রসারে খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান। তিনি বলেন, দেশের ব্যবসা ও অর্থনৈতিক সম্প্রসারণে খালেদা জিয়ার অবদান অসামান্য। তাঁর নির্দেশনা অনুসরণ করে ব্যবসায়ীরা ভবিষ্যতেও দেশের অর্থনীতিকে এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৫৫   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সানির দোয়া ও স্মরণসভা
জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের
সুপার ওভারে জিতল রাজশাহী
তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ডাকসু ভিপি
শিশুরা পেয়েছে নতুন বই, পাননি সপ্তম-অষ্টমের শিক্ষার্থীরা
প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে হত্যা, গ্রেপ্তার ৬
দেওভোগে যুবককে কুপিয়ে হত্যা
খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করলেন সালমা ইসলাম
মানিকগঞ্জে হেরোইনসহ বাবা-ছেলে গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ