বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

২১ বছর বয়সেই প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর আথিরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২১ বছর বয়সেই প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর আথিরা
বুধবার, ৭ জানুয়ারী ২০২৬



২১ বছর বয়সেই প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর আথিরা

নুরুল আথিরা আউনি মোহাম্মদ হাফিজজান নামে মালয়েশিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২১ বছর।

গত শনিবার (৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা শিকার হন নুরুল আথিরা। মুহূর্তেই প্রাণটি থেমে যায় তার।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন পিপল-এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত আনুমানিক আড়াইটার দিকে ডান লেনে মোটরসাইকেল চালাচ্ছিলেন আথিরা। এ সময় পেছন দিক থেকে আরেকটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে।

গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী হাত, কনুই ও উরুতে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আথিরার মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্ভাব্য বেপরোয়া কিংবা বিপজ্জনকভাবে গাড়ি চালানোর বিষয়টি মাথায় রেখে দুর্ঘটনার কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, নুরুল আথিরা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভস্ট্রিমের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে তার বাবার খাবারের দোকানে ভারতীয় জনপ্রিয় ফ্ল্যাটব্রেড ‘রুটি কানাই’ দক্ষতার সঙ্গে উল্টানোর ভিডিও তাকে আলাদা পরিচিতি এনে দেয়।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৩   ১৭ বার পঠিত