![]()
বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশের খেলোয়াড়দের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করা হবে।
শনিবার (১০ জানুয়ারি) নাটোর শহরের এন এস কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিযোগ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৭/১৮ বছর খেলাধুলাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশের ক্রীড়া ব্যবস্থাকে ধ্বংস করেছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের ক্রীড়া ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো হবে।
মুক্তিযোদ্ধাদের মতো অবসরপ্রাপ্ত খেলোয়াড়দেরও নিয়মিত ভাতার আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়া টুর্নামেন্ট আয়োজনে যুক্ত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রাকিবুল হাসান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিমসহ অন্য ক্রীড়া সংগঠকেরা।
অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানের কথা স্মরণ করেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৪ ১৬ বার পঠিত