![]()
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের দেশে বিজ্ঞান দীর্ঘদিন ধরে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে যথাযথ গুরুত্ব না পেয়ে সাজসজ্জার উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই দেশকে এগিয়ে নিতে হলে মানসম্মত ও বাস্তবমুখী গবেষণায় গুরুত্ব দিতে হবে।
উপদেষ্টা আজ ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজিত ‘Research Methodology for NAPE Faculties and Field Level Researchers’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। কর্মশালায় প্রাথমিক শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত কর্মকর্তা ও নেপ অনুষদ সদস্যরা অংশ নেন।
উপদেষ্টা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্যই হলো শিক্ষার্থীদের শিক্ষিত করে গড়ে তোলা। সে লক্ষ্য অর্জনে গবেষণা হতে হবে শিক্ষা ব্যবস্থার জন্য উন্নয়নমুখী ও সমস্যার সমাধানভিত্তিক। বাস্তব সমস্যার নিরিখে গবেষণার বিষয় নির্বাচন করতে হবে এবং সম্ভাব্য সমাধানের উপায়গুলোর কার্যকর ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা।
বাংলাদেশ সময়: ১৭:০০:২৪ ১২ বার পঠিত