সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সরিষাবাড়ীতে ভিজিডির চাল আত্মসাৎ প্রশাসকের বিরুদ্ধে আদালতে মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ভিজিডির চাল আত্মসাৎ প্রশাসকের বিরুদ্ধে আদালতে মামলা
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



সরিষাবাড়ীতে ভিজিডির চাল আত্মসাৎ প্রশাসকের বিরুদ্ধে আদালতে মামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে দুস্থ ও অসহায় মহিলাদের জন্য বরাদ্দকৃত ভিজিডি (ভিডব্লিউবি) কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলার ৮নং মহাদান ইউনিয়নের বর্তমান প্রশাসক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) সালা উদ্দিন সরকারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

​সোমবার (১২ জানুয়ারি) দুপুরে সরিষাবাড়ী সি.আর আমলী আদালতে মামলাটি দায়ের করেন ইউনিয়নের করগ্রামের ভুক্তভোগী কার্ডধারী চায়না বেগম। আদালত অভিযোগটি আমলে নিয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জকে (ওসি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

​মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২৫-২০২৬ চক্রের ভিজিডি কার্ডের জন্য লটারির মাধ্যমে মহাদান ইউনিয়নে ৩০২ জন উপকারভোগী নির্বাচিত হন। সরকারি নিয়ম অনুযায়ী, কার্ডধারী প্রত্যেক নারীর প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা।

​তবে অভিযোগ উঠেছে যে, নির্বাচিত ৩০২ জনের মধ্যে চায়না বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের ২৮ জন উপকারভোগী গত চার মাস ধরে তাদের জন্য বরাদ্দকৃত চাল পাননি। ভুক্তভোগীদের দাবি, তাদের নামের চাল বরাদ্দ হলেও তা বিতরণ না করে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সালা উদ্দিন সরকার।

​মামলার বাদী চায়না বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ​”লটারিতে আমাদের নাম ওঠার পরেও প্রশাসক আমাদের চাল দিচ্ছেন না। গত চার মাস ধরে গরিবের হক মেরে খাওয়া হচ্ছে। ইউএনও এবং ডিসি অফিসে জানিয়েও কোনো ফল না পেয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা এর বিচার চাই।”

​এর আগে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিআরডিবির উপ-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। যথাযথ ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

​প্রশাসনের একজন প্রথম শ্রেণির কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি চাল চুরির অভিযোগে মামলা হওয়ায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরিষাবাড়ী থানা পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী এখন তদন্ত কার্যক্রম শুরু করবে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৪   ১১৮ বার পঠিত