
জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে গভীর রাতে পুলিশ পরিচয়ে এক যুবদল নেতার বাড়িতে প্রবেশ করে আসবাবপত্র তছনছ এবং তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে ইউনিয়নের শিলকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিলকুড়িয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও সরিষাবাড়ী উপজেলা যুবদলের সদস্য শামীম আহমেদ নয়নের বাড়িতে গভীর রাত ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি হানা দেয়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জোরপূর্বক বাড়িতে ঢোকার চেষ্টা করে।
ওই সময় বাড়িতে শামীম আহমেদ ছিলেন না। তার বৃদ্ধ মা ও স্ত্রী সুমাইয়া ইয়াসমিন ভয়ে দরজা খুলতে না চাইলে অজ্ঞাত ব্যক্তিরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা শামীমের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে চাপের মুখে দরজা খুলে দিলে তারা ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং আনুমানিক নগদ ৫০-৬০ হাজার টাকা তারা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগন্তুকদের কারোর গায়ে পুলিশের পোশাক ছিল না। তল্লাশির নামে তারা শামীমের স্ত্রী সুমাইয়া ইয়াসমিনকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সুমাইয়া বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি তার ১৬ মাস বয়সী কোলের শিশুকে প্রতিবেশীর কাছে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে পালিয়ে আত্মরক্ষা করেন।
ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অজ্ঞাত ব্যক্তিরা তাদেরও হুমকি দেয়। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম জানান, “মধ্যরাতে পুলিশের নাম দিয়ে একদল লোক শামীমের বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে তারা শামীমের স্ত্রীকে নিয়ে যেতে চেয়েছিল। তারা আসলে পুলিশ নাকি অন্য কেউ তা আমরা চিনতে পারিনি। এই ঘটনার পর থেকে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে রাত কাটাচ্ছে।”
এ বিষয়ে জামালপুর সদর থানার নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মকবুল হোসেনকে বলেন, ওয়ারেন্টি তামিল করতে ওই এলাকায় পুলিশ গিয়েছিল।
এদিকে, সাধারণ মানুষের প্রশ্ন— যদি তারা প্রকৃত পুলিশই হয়ে থাকে, তবে কেন তাদের গায়ে ইউনিফর্ম ছিল না? কেন গভীর রাতে একজন নারীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো?
রাতের আঁধারে এমন রহস্যজনক অভিযানে গ্রামজুড়ে এখন চাপা উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৩২ ৫৬ বার পঠিত