
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘গণ-অভ্যুত্থানে সকল শ্রেণি পেশার মানুষের যে লালিত স্বপ্ন তারই প্রতিফলন হয়েছে জুলাই জাতীয় সনদে। এ সনদ জনসমর্থনে পাশ হলে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করতে হবে।’
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে চট্টগ্রামের ভোটের গাড়ি সুপার ক্যারাভান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ সুপার ক্যারাভানের কার্যক্রম উদ্বোধন করেন।
তিনি বলেন, ‘২০০৯ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত মানুষ গুম, খুনসহ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অন্যায় অবিচারের বিরুদ্ধে বিচার পাওয়া তো দূরের কথা-বিচার প্রার্থনারও সাহস করতো না।
এসব ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়েছে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানে। মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাস্তায় নেমে এসেছিল, অকাতরে জীবন দিয়েছে, অনেকে দৃষ্টিশক্তি হারানোসহ আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে।’
এই উপদেষ্টা বলেন, ‘আজকে কার্যক্রম চালু হওয়া এ সুপার ক্যারাভান শুধু শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত অঞ্চলেও ভোটের প্রচার কার্যক্রম জোরদার করবে। ক্যারাভান বা সুপার ক্যারাভানের পাশাপাশি সমাজের সকল মানুষকে এ বিষয়ে দায়িত্ব নিতে হবে।
যারা গণভোট সম্পর্কে কম জানে তাদের জানাতে হবে, জনমত সৃষ্টি করতে হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ গণভোটে ভোটাররা হ্যাঁ বা না ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশের গতিপথ নির্ধারণে তাদের সমর্থন জানাবে। গণভোটে হ্যাঁ ভোটদানের মাধ্যমে ভোটারগণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ দেশের জন্য নতুন গতিপথ নির্ধারণ করবে।
এ গণভোটে জনসচেতনতা সৃষ্টি, ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ ও আগ্রহ সৃষ্টি, হ্যাঁ ভোট প্রদান প্রভৃতি কাজে সরকারের বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হচ্ছে ভোটের গাড়ি ক্যারাভান ও সুপার ক্যারাভান। এ গাড়ি শহর নগর বন্দরসহ প্রত্যন্ত অঞ্চলে প্রতিনিয়ত গণভোটের ইতিবাচক প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৮ ৪ বার পঠিত