‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে ইসিকে জামায়াতের হুঁশিয়ারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে ইসিকে জামায়াতের হুঁশিয়ারি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬



‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে ইসিকে জামায়াতের হুঁশিয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এক্ষেত্রে ইসি ব্যর্থ হলে নিজের মতো ব্যবস্থা নেবে দলটি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সবার অংশগ্রহণে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করাই এখন সবচেয়ে জরুরি।
ইসি যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই কিছু দলের প্রার্থীরা মাঠে প্রচার চালাচ্ছেন, কিন্তু বিরোধী দলগুলোর বিরুদ্ধে উল্টো অভিযোগ, হয়রানি ও বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কিছু প্রার্থীকে জরিমানা করা হলেও অনেক ক্ষেত্রে নির্বাচন কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

তিনি বলেন, আমরা কথা বলে জেনেছি, সব বিদ্যালয়ে সিসিটিভি নেই।
স্থানীয় প্রশাসনের ওপর বিষয়টি ছেড়ে দিলে বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়বে। তাই সরকারি অর্থায়নে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা জরুরি।

বিএনপির ফ্যামিলি কার্ডের প্রসঙ্গে তুলে জামায়াতের এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, অতীতে এসব কার্যক্রমের মাধ্যমে ভোটার প্রভাবিত হওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে কার্ড বিতরণের নামে একই ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, যা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে।
এ ধরনের কার্যক্রম বন্ধ করতে ইসির প্রতি আহ্বান জানিয়েছি। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোট চাইতে গিয়ে অভিযোগের মুখে কিছু শিক্ষককে জরিমানা করা হলেও আচরণবিধি বাস্তবায়নে বৈষম্য থাকলে নির্বাচন পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। কিছু রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতের অভিযোগে এরই মধ্যে চিহ্নিত হয়েছেন। ডুয়েল সিটিজেনশিপ ইস্যু নিয়েও বিভিন্ন স্থানে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর জনগণের প্রত্যাশা আরও বেড়েছে।
তাই কমিশনকে দায়িত্বশীলভাবে নির্বাচন পরিচালনা করতে হবে। বাংলাদেশের আইন অনুযায়ীও বিদেশে রাজনৈতিক দলের শাখা রাখা যায় না, জামায়াত এ নিয়ম মানে বলে দাবি করেছেন হামিদুর রহমান আযাদ।

বিদেশে পোস্টাল ব্যালট জামায়াতের নেতারা পাচ্ছে এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, বাহরাইন বা বিদেশে জামায়াতের কোনো সাংগঠনিক শাখা নেই, কারণ সে দেশ রাজনৈতিক দলের শাখা অনুমোদন করে না। উদর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে।

পোস্টাল ব্যালটের ক্রমবিন্যাসে জামায়াতকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রতীক আলফাবেটিক্যাল ক্রমে সাজানো হয় এবং ইসির ব্যাখ্যা অনুযায়ী এখানে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয়নি।

বিকাশ নম্বর দিয়ে অর্থ পাঠানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আমরা এ ধরনের কোনো কার্যক্রম করি না।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৯   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাই না: নুর
গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল
জুলাই জাতীয় সনদ পাশ হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : আদিলুর রহমান খান
খালেদা জিয়ার জন্য আমাদের কুরবান হয়ে যাওয়া দরকার: কাসেমী
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ রাখতে ইসিকে জামায়াতের হুঁশিয়ারি
জামালপুরে পুলিশ পরিচয়ে যুবদল নেতার বাড়িতে তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী
স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে - তথ্য উপদেষ্টা
ক্যাশলেস বাংলাদেশের পথে এক ধাপ এগিয়ে পদ্মা সেতু - ফয়েজ আহমদ তৈয়্যব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ