
সরকার নির্ধারিত ১৮ হাজার এক টাকা মজুরি কার্যকর না হওয়ার প্রতিবাদ জানিয়ে দ্রুত তা বাস্তবায়নের দাবিতে সাভারে সমাবেশ করেছে ট্যানারি শ্রমিকরা।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় অবস্থিত চামড়াশিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ বিভিন্ন ট্যানারির শ্রমিক নেতৃবৃন্দ।
আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে বক্তারা বলেন, ট্যানারী শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণির শ্রমিকদের জন্য ২০২৪ সালের ২১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি হার ঘোষণা করে গেজেট প্রকাশ করেন।
যা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মালিকরা সেই নিম্নতম মজুরি এখনও বাস্তবায়ন করেননি।
বিষয়টি নিয়ে অনেক দেনদরবার ও আলোচনা পর্যালোচনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিকদের অনুরোধে ঘোষিত নিম্নতম মজুরি সংশোধনের (রিভাইজ) সিদ্ধান্ত গ্রহণ করে। এই ব্যাপারে শ্রমিকদের তীব্র আপত্তি থাকলেও দীর্ঘ ৪ বছর শ্রমিকদের বেতন বৃদ্ধি না হওয়ায় এবং নিম্নতম মজুরি বাস্তবায়নের কথা বিবেচনা করে শ্রমিক পক্ষ নিম্নতম মজুরির সংশোধনের বিষয়টি মেনে নেওয়ায় মালিক এবং শ্রমিক উভয় পক্ষ সেখানে স্বাক্ষর করে।
বক্তারা আরও বলেন, এত কিছুর পরেও ট্যানারি মালিকরা নানা ধরনের টালবাহানা শুরু করে এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও সেই সংশোধিত নিম্নতম মজুরিও মালিকরা বাস্তবায়ন করেননি। এর ফলে শ্রমিকদের ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেছে। শ্রমিকরা ভীষণভাবে হতাশ ও ক্ষুদ্ধ হয়ে আজ তারা প্রতিবাদ সমাবেশ করেছে। বিষয়টি বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন ১৮ হাজার এক টাকা বাস্তবায়নের জন্য ট্যানারি মালিকদের প্রতি আহ্বান জানান।
অবিলম্বে শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন বাস্তবায়ন না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এ সময় বিভিন্ন ট্যানারির কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিকরা প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১৭:১৮:৫২ ৯ বার পঠিত