বিজ্ঞানচর্চায় তরুণদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিজ্ঞানচর্চায় তরুণদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



বিজ্ঞানচর্চায় তরুণদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন তরুণ প্রজন্মকে বিজ্ঞানচর্চা ও গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির বহুল প্রয়োগ ছাড়া একবিংশ শতাব্দীর বিশ্বায়নে টিকে থাকা অসম্ভব।’

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে বাংলাদেশ বিজ্ঞান একাডেমী আয়োজিত ‘১৫তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সচিব এ কথা বলেন।

সচিব বলেন, বাংলাদেশ বিজ্ঞান একাডেমী তরুণদের বিজ্ঞানমুখী ও বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত করতে প্রতি বছর বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করছে, যা সত্যিই প্রশংসনীয়। এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন, প্রচার-প্রসার এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা তৈরিতে সরকার নিয়মিত কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬-এর আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং অলিম্পিয়াডের সেক্রেটারি অধ্যাপক ড. ইয়ারুল কবীর।

উল্লেখ্য, দেশব্যাপী বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী তৈরির লক্ষ্যে এই অলিম্পিয়াড আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে এবার আটটি বিভাগ থেকে মোট ৫৪৮ জন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে অংশ নেয়। কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞানচর্চা ও গবেষণায় তরুণ প্রজন্মকে আরো উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১:৪৮:০১   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
বন্দর ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নৌপরিবহনে নতুন দিগন্ত উন্মোচন - নৌপরিবহন উপদেষ্টা
ফতুল্লায় বিপুল ভারতীয় কসমেটিকস আটক করলো কোস্টগার্ড
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, আহত ১০
নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের
শিশুরা সুযোগ পেলে সুন্দরভাবে নিজেকে প্রকাশ করতে পারে : ইয়াশা সোবহান
স্থানীয় প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি -মৎস্য উপদেষ্টা
বিজ্ঞানচর্চায় তরুণদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ