শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



নির্বাচনে মাঠে থাকার ঘোষণা রেজাউল করিমের

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেছেন, “আমি ইনশাল্লাহ নির্বাচন করব। আমাদের কর্মীরা নিষ্ঠা ও নিবেদিতভাবে কাজ করবে।”

শনিবার (১৭ জানুয়ারি) বাদ আসর সোনারগাঁয়ের রামগোবিন্দেরগাঁও এলাকায় সাবেক প্রতিমন্ত্রীর নিজ বাসভবনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক রেজাউল করিম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রেজাউল করিম নিজেই। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজাউল করিমের ভাই সিইপি বজলুর রহমান। এছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তব্যে অধ্যাপক রেজাউল করিম বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছে তার। আমরা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি।”

বাংলাদেশ সময়: ২২:৩৩:১৬   ৯ বার পঠিত