দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬



দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, একটি প্রকৃত গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আসন্ন গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আমরা দেশের চাবি বাংলাদেশের আপামর জনসাধারণের হাতে ধরিয়ে দিতে চাচ্ছি। এই চাবি ব্যবহার করেই মানুষ একটি বৈষম্যহীন ও স্থিতিশীল রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করবে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এ দেশকে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে গড়ে তুলতে হবে। ক্ষমতার টানাটানি বন্ধ করে একটি টেকসই রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করতেই এই গণভোট। তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি ‘হ্যাঁ’ ভোটে রায় দেওয়ার মাধ্যমে নাগরিকদের নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

ভোটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ তুলে ধরে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, ভোটাররা যাতে আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারেন সেজন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার নিরলস কাজ করছে। নিরাপত্তার খাতিরে প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে।

উপদেষ্টা বলেন, জুলাই বিপ্লবে এদেশের মানুষ যেভাবে দায়িত্ব নিয়েছিল, একইভাবে এই গণভোটকেও তারা সার্থক করে তুলবে। আমরা আগামী ১২ তারিখ নতুনদের জায়গা করে দিয়ে সসম্মানে ফিরে যেতে চাই।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান সালেহ আহমেদ এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভা শেষে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ‘গণভোট ২০২৬’ এর প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে একটি বিশেষ ‘ভোটার গাড়ির’ শুভ উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৪৪   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন - সুপ্রদীপ চাকমা
‘গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে’: উপদেষ্টা আদিলুর
প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু
গণভোটের সমালোচনাকারীদের জানার পরিধি কম : প্রেস সচিব
জুলাই জাতীয় সনদ পাশ হলে ফ্যাসিবাদ চিরতরে দূর হবে : আদিলুর রহমান খান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট: দেশের ম্যান্ডেট পূর্ণ করার সুযোগ - আলী রীয়াজ
পোস্টাল ব্যালট নিয়ে ওঠা প্রশ্নের স্বচ্ছ সমাধান কমিশনকেই করতে হবে: আমির খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ