পোস্টাল ব্যালটসহ বিভিন্ন ইস্যুতে ইসিকে ছাত্রদলের কড়া আল্টিমেটাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » পোস্টাল ব্যালটসহ বিভিন্ন ইস্যুতে ইসিকে ছাত্রদলের কড়া আল্টিমেটাম
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



পোস্টাল ব্যালটসহ বিভিন্ন ইস্যুতে ইসিকে ছাত্রদলের কড়া আল্টিমেটাম

প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্বসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। এ কর্মসূচি থেকে ইসির উদ্দেশে এবার কড়া এক আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘দাবি না মানলে সারারাত ইসি ঘেরাও করে বসে থাকবো।’

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ছাড়াও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত আছেন। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত দরকার হলে রাতভর পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি চলবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, নির্বাচনের ব্যালটের ভাঁজে ধানের শীষ রাখা হয়েছে। এটা একটা ষড়যন্ত্র। বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত। এটা কিসের ভিত্তিতে করা হলো, আমরা এর জবাব চাই। দাবি না মানা হলে এই কর্মসূচি রাতদিন সমানভাবে চলবে।

এসময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণত সম্পাদক আব্দুল হান্নান মজুমদার বলেন, পোস্টাল ব্যালটে অনিয়ম করেছে ইসি। জাতীয় নির্বাচনের আগে কীভাবে ছাত্র সংসদের অনুমতি দেওয়া হলো, আমি ইসির কাছে জানতে চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ইসির সামনে থেকে সরবো না। ছাত্রদলের ছেলেরা বেশি শহীদ হয়েছে। দরকার হলে ফের রক্ত দেবো, রাজপথ ছাড়বো না।

বাংলাদেশ সময়: ১৬:২৩:১১   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ট্রাম্পেরও ‘অনেক কিছু হারানোর আছে’ : ফরাসি মন্ত্রী
পোস্টাল ব্যালটসহ বিভিন্ন ইস্যুতে ইসিকে ছাত্রদলের কড়া আল্টিমেটাম
নাটোরে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল
পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫
জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্সের বৈঠক
লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল
‘প্রার্থীর কাছ থেকে অর্থ বা খাবার নিতে পারবে না পুলিশ’
যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল
জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি - মৎস্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ