রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

নির্বাচনে যাবে কি না চিন্তা-ভাবনা করছে এনসিপি : আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে যাবে কি না চিন্তা-ভাবনা করছে এনসিপি : আসিফ মাহমুদ
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



নির্বাচনে যাবে কি না চিন্তা-ভাবনা করছে এনসিপি : আসিফ মাহমুদ

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কি না, এখন সেটি বিবেচনা করার সময় এসেছে।

আজ রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল বা জনগণের যে কনফিডেন্স অর্জনের কথা ছিল নির্বাচন কমিশনের, তা হারিয়েছে তারা। যদি এভাবে নির্বাচনের কার্যক্রম সামনের দিকে যেতে থাকে, তাহলে আমরা শঙ্কা প্রকাশ করছি যে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করতে পারবে না ইসি।

ইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, আজ নির্বাচন কমিশনে আপিল শুনানী শেষে একটি দলের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করে তারপর রায় ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যা গণতন্ত্র ও নির্বাচনের অশনি সংকেত।

ইসির সামনে মব সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, একটি সংগঠন পরিকল্পিতভাবে ইসির সামনে মব সৃষ্টি করেছে। তাদের লক্ষ্য ছিল ঋণ খেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বাতিল না করতে ইসির ওপর চাপ সৃষ্টি করা।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০৭   ৬ বার পঠিত