
দেশে চাকরির ক্ষেত্রে লেভেল প্লেইন ফিল্ড তৈরি করা সম্ভব হয়েছে কিনা তা প্রথমে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে যে পরিকল্পনা করা হয়েছে, তার বাজেট কোথা থেকে আসবে তা নিয়েও বাস্তববাদী চিন্তা করেছে বিএনপি।
রবিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ চিন্তা করতে হবে, যাতে দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে দক্ষতা বাড়াতে হবে। প্রত্যন্ত এলাকায় নারীদের আর্থিক সহায়তা বাড়াতে হবে। নারীদের কাজকে মার্কেটিং, ব্যান্ডি ও ডিজাইন সাপোর্ট দিলে তাদের জীবন যাপনের চিত্র পালটে যাবে।
খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়াতে হবে উল্লেখ করে বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, গ্রামের নারীদের খেলোয়াড় বানানোর জন্য বিএনপি পরিকল্পনা করেছে। নারীদের সম্ভাবনাকা কিভাবে কাজে লাগানো যায়, সেখানে বিনিয়োগ করবে বিএনপি। নারীরা যেন সব কিছুতে অংশ নিতে পারে, এসব জাগায় কাজ করবে বিএনপি।
বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে তা নিয়ে দীর্ঘ বছর গবেষণা করা হয়েছে, যা আগামীতে সুযোগ পেলে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বস্ত করেন বিএনপির সাবেক এই মন্ত্রী।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান, সিপিডি পরিচালক ডা. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ আরো অনেকেই।
বাংলাদেশ সময়: ২৩:৪৬:৪৮ ৭ বার পঠিত