বেগম জিয়া জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন: মান্নান

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেগম জিয়া জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন: মান্নান
রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬



বেগম জিয়া জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন: মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দল-মত নির্বিশেষে আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে দেশ-বিদেশে পরিচিত ছিলেন। বেগম জিয়া দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি ছিলেন সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীক। আজ আমরা সবাই প্রিয় এই নেত্রীর জন্য দোয়া করি; আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

দোয়া মাহফিলে বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, মো. মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, রফিকুল ইসলাম (বিডিআর), হান্নান বেপারী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব এবং পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৪১   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
এলপিজি আমদানির অনুমতি দিল সরকার
‘খালেদা জিয়া মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন’
প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত
তারেক রহমান খুব আমলদার মানুষ, তার চেহারার দিকে তাকালেই বুঝা যায় : জমিয়ত নেতা
বেগম জিয়া জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে থাকবেন: মান্নান
ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি: আমির খসরু
বাইরের ভোটারদের ঢাকায় স্থানান্তরের অভিযোগ বিএনপির
নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার
আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ