মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের সঙ্গে বৈঠক করেছে দুটি দল: আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের সঙ্গে বৈঠক করেছে দুটি দল: আব্বাস
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের সঙ্গে বৈঠক করেছে দুটি দল: আব্বাস

দুটি রাজনৈতিক দল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় যেতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ বিষয়ে তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, দেশ এখন ক্রান্তিলগ্নে। আশঙ্কা করছি, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিছু আসনে জয়লাভ করবে তারা। দুটি রাজনৈতিক দল একটি বড়, আরেকটি তাদের বাচ্চা। বিএনপিকে হারিয়ে এই দুটি দল যেনো ক্ষমতায় আসতে পারে-এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের লোকদের সঙ্গে বৈঠক করেছে তারা।

এ সময় মির্জা আব্বাস বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে বলেন, তারা যেনো কোনভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতে না পারে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৬   ৭ বার পঠিত