তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



তারেক রহমানের সঙ্গে রাশিয়াসহ ৪ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন ছাড়া সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যান ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলের একটি বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমানের প্রতি। বাংলাদেশের উন্নয়ন নিয়ে তারেক রহমানের ভাবনার প্রতি।

তিনি বলেন, আজকে ৪টি দেশের প্রতিনিধি সাক্ষাৎ করেছেন, এগুলো সৌজন‍্য সাক্ষাৎ ছিল। অত্যন্ত সৌহাদ‍্যপূর্ণভাবে সাক্ষাৎগুলো হয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা কীভাবে তাদের সঙ্গে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসতে পারলে দলের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কীভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তবে, তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদী। এই নির্বাচনের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রার দিকে যাবে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকগুলোতে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান প্রেস সচিব সালেহ শিবলী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য মাহাদী আমিন ও বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:৪৩   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর বিকল্প নেই’ - সমাজকল্যাণ উপদেষ্টা
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি
মুম্বাই বিমানবন্দরে দুই টন সোনা ও ইমরান হাশমির ‘তাসকারি’ আলোচনায়
দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা
নারায়ণগঞ্জে সওজের ৫০ কোটি টাকার জমি উদ্ধার, পাল্টাপাল্টি অভিযোগ
একটি মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হচ্ছে
হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন তথ্য উপদেষ্টা
গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে রাষ্ট্রকাঠামোয় আমূল পরিবর্তন ও ফ্যাসিবাদের পথ বন্ধ হবে : ফারুক-ই-আজম
সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোচালকের মরদেহ উদ্ধার
ট্র্যাডিশনাল লুকে নজর কাড়লেন জয়া আহসান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ