মানুষের চিন্তা-চেতনা শুদ্ধ হলে নির্বাচন ও গণভোট সফল হবে - সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » খুলনা » মানুষের চিন্তা-চেতনা শুদ্ধ হলে নির্বাচন ও গণভোট সফল হবে - সুপ্রদীপ চাকমা
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



মানুষের চিন্তা-চেতনা শুদ্ধ হলে নির্বাচন ও গণভোট সফল হবে - সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কেবল সিসি ক্যামেরা বা প্রযুক্তিই যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট সকলকে মনেপ্রাণে শুদ্ধ হতে হবে। তিনি দেশের মানুষের নেতিবাচক চিন্তা পরিবর্তনের আহ্বান জানিয়ে গণভোট ২০২৬-এ ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমে উন্নয়নের ধারা সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন।

গতকাল মাগুরা সার্কিট হাউসের সম্মেলকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, দেশের মানুষের পরিবর্তনের স্বার্থে প্রধান উপদেষ্টা গণভোট সফল করার আহ্বান জানিয়ে বলেন, দেশটা আমাদের, তাই সকলকে নিয়ে দেশের মঙ্গলের জন্য আমাদেরই কাজ করতে হবে।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মাগুরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি ভোটারদের সচেতন করতে জনমানুষের মতামত সম্বলিত ভিডিও ডকুমেন্টারি জনসম্মুখে প্রদর্শনের পরামর্শ দেন। বিশেষ করে নারী ভোটারদের সচেতন করা এবং স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

সভায় গণভোট সফল করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, মাগুরার দুটি সংসদীয় আসনে ৩০১টি কেন্দ্রে মোট ৮ লাখ ৪৭ হাজার ৪১০ জন ভোটার রয়েছেন। জেলা তথ্য অফিস ও প্রশাসন মাইকিং, ভ্রাম্যমাণ লোকসংগীত, উঠান বৈঠক এবং তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে ৪১১টি প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া শতভাগ কেন্দ্রে সিসিটিভি মনিটরিং ও যৌথ পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এর সঞ্চালনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার বাহিনী ও জেলার অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৯:২২   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


হ্যাঁ’ জয়যুক্ত করে পরিবর্তনের ধারা অব্যাহত রাখুন : সুপ্রদীপ চাকমা
‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর বিকল্প নেই’ - সমাজকল্যাণ উপদেষ্টা
মানুষের চিন্তা-চেতনা শুদ্ধ হলে নির্বাচন ও গণভোট সফল হবে - সুপ্রদীপ চাকমা
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক
নড়াইলে বিদেশি পিস্তল-গুলিসহ প্রবাসী যুবক গ্রেফতার
স্থানীয় প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহার জরুরি -মৎস্য উপদেষ্টা
ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন
ক্যাশলেস বাংলাদেশের পথে এক ধাপ এগিয়ে পদ্মা সেতু - ফয়েজ আহমদ তৈয়্যব
যশোরে ১৪ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারী আটক
তারেক রহমানকে চ্যালেঞ্জ করবেন না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ