মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার

দেশে মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

আজ বুধবার রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, নৈতিক মূল্যবোধ রক্ষা এবং সমাজের কল্যাণে ব্যবহৃত হওয়া উচিত। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও সামাজিক সচেতনতার সঙ্গে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে শিক্ষা উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসিকতা দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

বিজ্ঞান ও গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক চিন্তাধারার কোনো বিকল্প নেই। তিনি মহাকাশ বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আইইউবি-এর গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন।

শিক্ষা উপদেষ্টা উচ্চশিক্ষায় সমতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ ব্যয় অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য অন্তরায়। তিনি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও আর্থিক সহায়তা বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের পক্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন শিক্ষা উপদেষ্টা।

শিক্ষা উপদেষ্টা স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা যদি কেবল ব্যক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ থাকে, তাহলে এর মূল উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। তাই অর্জিত জ্ঞানকে জনকল্যাণে ও দেশের সংস্কারে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

বাংলাদেশ সময়: ২২:০৬:৪৩   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী
আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার
জুলাই সনদ বাস্তবায়ন বাংলাদেশকে বদলে দেবে: আদিলুর রহমান খান
খালেদা জিয়া দেশের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন: মান্নান
কোনো ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই: রিটার্নিং কর্মকর্তা
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ
মানসম্মত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ শিক্ষা উপদেষ্টার
নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে হাঁ ভোট দিন : ফয়েজ আহমদ তৈয়্যব
সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ