![]()
ত্রয়োদশ নির্বাচনের প্রতীক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, আমরা এ নির্বাচনে ঐক্য ও বৈচিত্র্যের মেসেজ দেওয়ার চেষ্টা করব। আমরা মনে করি এই বাংলাদেশের মানুষকে যারা এক করতে পারবে এবং বৈচিত্র্য দেখাতে পারবে, সবাইকে নিয়ে মিলে মিশে কাজ করতে পারবে তারাই আগামীর বাংলাদেশকে সুন্দর করে পরিচালনা করতে পারবে। এই বৈচিত্র্যময় বাংলাদেশে পরিচালনার জন্য একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আস্থাশীল, প্রতিনিধিত্বশীল, ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন হওয়াটা জরুরি। এটি হতে গেলে একটি ফ্রি,ফেয়ার, ক্রেডিবল ইলেকশন হতে হবে।
তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে যেহেতু আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে উত্তেজনা কিছু বাড়তে পারে কিন্তু শালীনতার মধ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে-এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কোনো ঘাটতি পরিলক্ষিত হচ্ছে না। তারপরও এটা এক্সিকিউটিভ আদেশ বাস্তবায়নের জন্য রুট লেভেলে যখন আসে তখন তাত্ত্বিক কথাটা বাস্তবে কিছুটা ডিফিকাল্ট হয়। আমরা প্রত্যাশা করব সমতার নীতিটা বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন ন্যায়ের দণ্ডটা উচ্চকিত করবে এবং এক্ষেত্রে তারা মিলিটারি প্রশাসন, সিভিল প্রশাসন সকল প্রশাসনকে কমন নির্দেশনা দিবেন যাতে নির্বাচনের দিন সবাই নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনে বেশ উত্তেজনা লক্ষণীয়। পক্ষে বিপক্ষে কথা হচ্ছে। কোথাও কোথাও কিছু অশালীন কথা হচ্ছে। এই অশালীন কথাকে আমরা পছন্দ করি না। অশালীন কথা বিনিময়, বাক্য বিনিময়কে আমরা কোনোভাবেই এপ্রুভ করি না। আমি আশা করব শিষ্টাচার বহির্ভূত কোন কাজে আমরা কেউই লিপ্ত হব না।
শিশির মনির বলেন, একটা চ্যালেঞ্জ আছে ভোটাধিকার প্রয়োগে যদি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি না হয় তাহলে ভোটার টার্ন আউট কম হতে পারে। এইজন্য আমরা সব সময় বলেছি প্রশাসনকে এমন একটি পরিবেশ তৈরি করুন যার মধ্যে কোনো ভয় নাই, কোনো ভীতি নাই, কোনো শঙ্কা নাই, কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি নাই- তবেই মানুষ উৎসাহিত হবে। আশা করা যায় দিরাই-শাল্লায় যেহেতু খুব হার্ডলি কম্পিটেটিভ নির্বাচন সেখানে মানুষ আগ্রহী হবে। যুবকদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তারা খুবই পরিশ্রম করছে।
নিজ নির্বাচনি এলাকার পরিবেশ সম্পর্কে শিশির মনির বলেন, আমাদের সুনামগঞ্জ-২ আসনে এখন পর্যন্ত মনে হচ্ছে পরিবেশ ভালো। দুই-চারটি খবর পেয়েছি আমরা যেখানে কেউ কেউ অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে চেয়েছেন করার চেষ্টা করেছেন। এগুলো প্রশাসনের নজরে আছে। আমি আশা করি এই বিষয়গুলোতে প্রশাসন তাদের নিয়ম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে।
বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৫ ৮ বার পঠিত