![]()
প্রতীক বরাদ্দ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নিজ বাড়ির কাছে পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ফুটবল খেলায় অংশ নেন তিনি। এরপর সালাহউদ্দিন আহমদ সকাল ১১টার দিকে নির্বাচনী প্রচারণা শুরু করেন চকরিয়া উপজেলার কোনাখালী এলাকায় গণসংযোগের মাধ্যমে।
প্রচারণার শুরুতে সবার কাছে দোয়া প্রার্থনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এই এলাকায় (কোনাখালী) আমি সব সময় ফার্স্ট (প্রথম) হই।
এবারও এমনভাবে ফার্স্ট করতে হবে, এই রেকর্ড যেন কেউ ভাঙতে না পারেন। ৩০ বছর আগে হেঁটে হেঁটে এসে আমরা স্কুল করেছি। এখন এখানে বড় বড় বিল্ডিং হয়েছে। আজ সেই কোনাখালী দিয়ে আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম।
’
পরে তিনি কোনাখালী ইউনিয়নের লতাবুনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়ায় গণসংযোগ করেন।
এ সময় তিনি কোনাখালী কুলসুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কোনাখালী হেদায়েতুল উলুম মাদরাসার মাঠে জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং তার ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন। স্থানীয়রা গণসংযোগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ বুধবার ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এই আসনে তিনি বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৯ ১১ বার পঠিত