জাতির সাফল্যের চাবিকাঠি জনগণের হাতে : অধ্যাপক আলী রীয়াজ

প্রথম পাতা » খুলনা » জাতির সাফল্যের চাবিকাঠি জনগণের হাতে : অধ্যাপক আলী রীয়াজ
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬



জাতির সাফল্যের চাবিকাঠি জনগণের হাতে : অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট-সচেতনতামূলক প্রচারণার প্রধান সমন্বয়কারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতির সাফল্যের দ্বার উন্মুক্ত করার চাবিকাঠি জনগণের হাতে।

তিনি বলেন, যদি দেশকে সংস্কার করতে হয় এবং সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠা করতে হয়, তবে আসন্ন গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে হবে। আর গণভোটের প্রতীক হল টিক চিহ্ন।

আজ বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত গণভোট প্রচারণা এবং ভোটার প্রেরণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জুলাইয়ের জাতীয় সনদ ২০২৫ দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতীক।

যদিও সনদটি কালো কালিতে মুদ্রিত, বাস্তবে এটি রক্ত দিয়ে লেখা হয়েছে। সকলের পক্ষে যুবসমাজের ত্যাগে সরাসরি অংশগ্রহণ করা সম্ভব ছিল না, তবুও জুলাই ২০২৫ সালের জাতীয় সনদকে স্বীকৃতি দেওয়া একটি সম্মিলিত দায়িত্ব।

তিনি বলেন, আসন্ন গণভোট রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণের সবচেয়ে কার্যকর উপায়। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকলেও, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেয়। সংবিধান অনুসারে, গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালানোর জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য কোনও আইনি বাধা নেই বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদমুক্ত এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ে তোলা। তিনি গণভোটকে নতুন বাংলাদেশ এবং নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি জনমত হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, জুলাইয়ের জাতীয় সনদের পক্ষে রায় সংবিধানে ফ্যাসিবাদের পথ স্থায়ীভাবে বন্ধ করে দেবে।

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী, রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন।

খুলনা বিভাগের ১০টি জেলার জেলা প্রশাসক, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা, চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সুশীল সমাজের সদস্য, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৯   ১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জাতির সাফল্যের চাবিকাঠি জনগণের হাতে : অধ্যাপক আলী রীয়াজ
১৭ বছর পর নির্বাচনের পরিবেশ ফিরে এসেছে : আমির হামজা
লেভেল প্লেয়িং ফিল্ড মানা হচ্ছে না, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি: গোলাম পরওয়ার
আগামীতে দেশ কীভাবে চলবে তা নির্ভর করবে গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার ওপর : আলী ইমাম মজুমদার
আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, থ্রেট করতে চাই না : রাশেদ খান
গণভোট বিষয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান খাদ্য উপদেষ্টার
হ্যাঁ’ জয়যুক্ত করে পরিবর্তনের ধারা অব্যাহত রাখুন : সুপ্রদীপ চাকমা
‘দেশের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর বিকল্প নেই’ - সমাজকল্যাণ উপদেষ্টা
মানুষের চিন্তা-চেতনা শুদ্ধ হলে নির্বাচন ও গণভোট সফল হবে - সুপ্রদীপ চাকমা
মোংলায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ যুবক আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ