যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : আদিলুর রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : আদিলুর রহমান
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬



যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : আদিলুর রহমান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্যেই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাচ্ছে। তবে যারা পরাজিত শক্তি, যারা ফ্যাসিবাদের সহযোগী, গণমানুষের প্রতিপক্ষ একমাত্র তারাই ‘না’ ভোট চাচ্ছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে গণ-অভুত্থ্যানে রংপুর জেলা শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, “ছাত্র-জনতার অনেক রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে গণ-অভুত্থ্যানে ফ্যাসিস্ট সরকার পরাজিত হয়েছে।
সেই গণ-অভুত্থ্যানের মাধ্যমে এই সরকার এসেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকার গণভোটের আয়োজন করেছে। এদেশের মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে। যারা ফ্যাসিবাদের সহযোগি, যারা গণমানুষের প্রতিপক্ষ তারাই অন্য কিছু চিন্তা করবে।
কিন্তু বাংলাদেশের জনগণ, জনতার জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।”

স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক শেষে স্থানীয় সরকার উপদেষ্টা সকাল সাড়ে ১০টায় রংপুরের আরডিএ ও তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

এ ছাড়াও তিনি মিঠাপুকুরে এলজিইডির সড়ক পরিদর্শন ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে শানেরহাটে নির্মিত রাস্তা পরিদর্শন করবেন।

এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারুফত হোসাইনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:০৩:০২   ২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই বাংলাদেশের বড় শক্তি : সুপ্রদীপ চাকমা
উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের বিকল্প নাম বিএনপি: সালাহউদ্দিন আহমদ
টস জিতে যুক্তরাষ্টকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে: প্রেস সচিব
নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
কিশোরগঞ্জে পেট্রোল পাম্পে আগুন, মালিকসহ দগ্ধ ৪
ডেনমার্কে সমুদ্রতল থেকে উদ্ধার ৬০০ বছরের পুরনো জাহাজ
যারা ফ্যাসিবাদের সহযোগী তারাই ‘না’ ভোট চাচ্ছে : আদিলুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ