রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

আওয়ামী লীগ নেতারা যেসব অন্যায় করেছে, আমরা তা করতে চাই না: ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ নেতারা যেসব অন্যায় করেছে, আমরা তা করতে চাই না: ফখরুল
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬



আওয়ামী লীগ নেতারা যেসব অন্যায় করেছে, আমরা তা করতে চাই না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড পাবে প্রত্যেক পরিবার। স্বাস্থ্য সেবাসহ সকল সেবা পাবে। অর্থাৎ তার হাতে শক্তি ও অস্ত্র তুলে দেয়া হলো। একই সঙ্গে কৃষকভাইদের দেয়া হবে কৃষি কার্ড।

রোববার (২৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের সালন্দর ইউনিয়নের বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো দেশটাকে উন্নত করার। বিএনপি পরীক্ষিত দল। পাঁচবার সরকার চালিয়েছে। এবং সুনামের সঙ্গে চালিয়েছে। ফলে মানুষ জিয়াউর রহমানের কথা এখনও ভাল বলেন ‘

আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা তা করতে দেব না উল্লেখ করে ফখরুল বলেন, ‘আজকে নির্বাচনে একটু অসুবিধা হচ্ছে। আগে নির্বাচন করেছি নৌকা-ধানের শীষ। নৌকাকে চেনা যেতো। এখন আসছে দাঁড়িপাল্লা, আমরা চিনি না। যদিও পুরাতন দল। সমস্যা হচ্ছে জায়ামাতের সঙ্গে বিএনপির পার্থক্য আছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা জমি দখলসহ নানা অন্যায় করেছে, তা আমরা করতে চাই না। পরিষ্কার করে বলতে চাই, বিএনপির কোনো লোক এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’

নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ধানের শীষ মার্কার লিফলেট বিতরণ করেন। এ সময় দেশ ও এলাকার সার্বিক উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি দেন ভোটারদের।

তিনি আজ আরও বেশ কয়েকটি গণসংযোগে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১১   ৮ বার পঠিত