![]()
২০২৬ সালে লিগে জয়ের অপেক্ষা আরও বাড়ল লিভারপুলের। গত ২৭ ডিসেম্বর উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে জেতার পর প্রিমিয়ার লিগে আর কোনো ম্যাচেই জয়ের স্বাদ পায়নি আর্নে স্লটের শিষ্যরা। টানা চার ম্যাচে ড্রয়ের পর এবার বোর্নমাউথের বিপক্ষে হেরেই গেছে লিভারপুল।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিক বোর্নমাউথের বিপক্ষে ৩-২ গোলে হেরে গেছে লিভারপুল।
ঘরের মাঠে প্রথমার্ধে এভানিলসন ও আলেক্স হিমিনেজের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুলের হয়ে একটি গোল শোধ করেন ভার্জিল ফন ডাইক।
দ্বিতীয়ার্ধের শেষের দিকে ডমিনিক সবোস্লাই গোল করে সমতায় ফেরান লিভারপুলকে। কিন্তু যোগ করা সময়ে গোল করে বোর্নমাউথকে স্মরণীয় জয় এনে দেন আমিনে আদিল।
এই হারের পর ২৩ ম্যাচে ১০ জয় ও ৬ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৭ জয় ও ৯ ড্রয়ে বোর্নমাউথের সংগ্রহ ৩০ পয়েন্ট, আছে ১৩ নম্বরে।
প্রতিপক্ষের মাঠে এদিন লিভারপুল বলের দখলে অনেকটাই এগিয়ে থাকলেও আক্রমণে খুব বেশি দাপট দেখাতে পারেনি। ১২টি শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে অলরেডরা। সেই তুলনায় স্বাগতিকরাই ভালো খেলেছে। ৯টি শট নিয়ে পাঁচটিই লক্ষ্যে রেখেছে বোর্নমাউথ।
২৬ মিনিটে এভানিলসনের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। সেনসি লম্বা করে লিভারপুলের বক্সে বল বাড়িয়েছিলেন। বাইলাইনে বল পেয়ে বক্সের মাঝে পাঠান স্কট। গোমেজ ও অ্যালিসনকে পরাস্ত করে বল জালে পাঠান এভানিলসন। চলতি মৌসুমে লিগে ২১ ম্যাচে ৫ গোল করলেন এই ব্রাজিলিয়ান।
৭ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন হিমিনেজ। লিভারপুলের অর্ধে জায়গা পেয়ে দুর্দান্ত গতিতে ওপরে ওঠেন হিল। এরপর স্লাইডিং পাসে কিরকিজের পেছনে হিমিনেজের পথে বল বাড়ান। এই স্প্যানিয়ার্ড অ্যালিসনের পায়ের ফাঁক দিয়ে গড়ানো শটে বল জালে পাঠান।
প্রথমার্ধের যোগ করা সময়ে ফন ডাইক গোল করে ব্যবধান কমান।
দ্বিতীয়ার্ধে চাপ তৈরি করে খেলতে থাকে লিভারপুল। কিন্তু গোল পাওয়ার মতো সুযোগ তৈরি করতে ব্যর্থ হচ্ছিল। অবশেষে নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে সমতায় ফেরে অলরেডরা। এই গোলের উৎস সালাহর নেয়া ফ্রি-কিক।
সালাহ দৌড়ে এসে ব্যাকহিলে ছোট করে সবোস্লাইকে বল বাড়ান। দূরের কোনা দিয়ে বল বাতাসে ভাসিয়ে জালে পাঠান এই হাঙ্গেরিয়ান মিডফিল্ডার।
টানা পঞ্চম ড্রয়ের পথেই হাঁটছিল লিভারপুল। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে স্বাগতিকদের উল্লাসে ভাসান আদিল। হিলের লম্বা করে নেয়া থ্রো-ইন দুরূহ কোণ থেকে আলতো খোঁচায় জালে পাঠান আদিল।
গত বছরের অক্টোবরের পর দ্বিতীয় জয়ের মুখ দেখল বোর্নমাউথ। ২০২৩ সালের পর প্রথমবারের মতো লিভারপুলের বিপক্ষে জয় পেল তারা।
এদিকে দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ওমর মারমুশ ও আন্তোইনে সেমেনিয়োর গোলে সিটি ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটনকে। দুটি গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে।
এই জয়ে শীর্ষে থাকা গানারদের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটিজেনরা। ২৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট সিটির। এক ম্যাচ কম খেলা আর্সেনাল ১৫ জয় ও ৫ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে।
বাংলাদেশ সময়: ১৬:০০:২০ ৭ বার পঠিত