সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৬
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



রাজধানীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার ৬

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলার টেক্কা মিয়ার মোড় এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য ও মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: বাচ্চু (৩৫), সাগর (১৯), রুদ্র (২১), শাকাওয়াত (২৭), শুক্কুর (৪৫) ও রাকিব (২৮)।

বসিলা সেনা সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কয়েকজন চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদক কারবারি রায়েরবাজার ও টেক্কা মিয়ার মোড় এলাকায় একত্র হয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল। পরে শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি ধারালো তলোয়ার, ১টি চাইনিজ কুঠার, ৩টি সামুরাই, ১০২ পুরিয়া হেরোইন, ৩৯৫ পুরিয়া গাঁজা, ৪টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ টাকা ৪৩ হাজার ৮৫০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘উদ্ধার করা আলামতসহ গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন।’

বাংলাদেশ সময়: ১৬:১৯:২৮   ১০ বার পঠিত