সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

এবারের সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ : নাঃগঞ্জ জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবারের সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ : নাঃগঞ্জ জেলা প্রশাসক
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



এবারের সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ : নাঃগঞ্জ জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, “এবারের নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ। কেউ যদি মনে করেন গত তিনটি নির্বাচনের পুনরাবৃত্তি হবে, তাহলে তারা ভুল ভাবছেন।”

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “কোনো প্রার্থী বা তাদের সমর্থক যদি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার চেষ্টা করে, তাহলে কঠোরহস্তে তা দমন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের উদ্দেশে বলেন, “নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি ও প্রচারণা বিধিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় জানানো হয়, নারায়ণগঞ্জ-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ জন প্রার্থীর মধ্যে ৮ জন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আয়াজ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তাসনিম আক্তার (পিপিএম), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ডেন্ট কানিজ ফাতেমা শান্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সোনারগাঁ সার্কেলের তৌফিকুর রহমান, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার রাকিবুজ্জামান রেনু, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিবুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪৪   ২৫ বার পঠিত