মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ভয়ভীতি দেখালে কাউকে ছাড় নয়: জেলা রিটার্নিং কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভয়ভীতি দেখালে কাউকে ছাড় নয়: জেলা রিটার্নিং কর্মকর্তা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



ভয়ভীতি দেখালে কাউকে ছাড় নয়: জেলা রিটার্নিং কর্মকর্তা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বলেছেন, “নির্বাচনে যারা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা তথ্য সংগ্রহ শুরু করেছি। আপনারা মৌখিকভাবে যে অভিযোগগুলো করেছেন, সেগুলোর ভিত্তিতেই কাজ শুরু হয়েছে।” তবে তিনি প্রার্থীদের লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সব প্রার্থীদের নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, “এই নির্বাচন এমনভাবে করতে হবে, যাতে আগামী কয়েকটি প্রজন্ম একটি সুন্দর নির্বাচন পায়। গত ১৫ বছরে তিনটি নির্বাচন আমরা ভালোভাবে করতে পারিনি। এবারও যদি ভালো না করতে পারি, তাহলে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়—প্রার্থীরাও এই দায় এড়াতে পারবে না। সুতরাং সুষ্ঠু নির্বাচন করা আমাদের সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “কেউ যদি নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে আইন সর্বোচ্চ প্রয়োগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে—সে যেই হোক না কেন। আমাদের কাছে সব প্রার্থী ও রাজনৈতিক দল সমান। সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করেই আমরা কাজ করতে চাই।” একই সঙ্গে প্রার্থী ও সমর্থকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সভায় প্রার্থীরা মেডিকেল কলেজ ও মা ও শিশু হাসপাতাল স্থাপন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, নারী ও শিশু নিরাপত্তা, ডিএনডির জলাবদ্ধতা নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও ব্রিজ নির্মাণ, মেট্রোরেল, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল, বেকারত্ব নিরসন, অসহায় ভাতা ও কৃষি ব্যবস্থাসহ বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। ফতুল্লার জলাবদ্ধতা নিরসন ও উন্নয়নের জন্য সিটি করপোরেশনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও বন্দর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল আরমিন রাব্বী, নারায়ণগঞ্জ বিজিবি ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল মির্জা আরাফাত এবং র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ।

সভায় উপস্থিত ছিলেন বিএনপি জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী, জামায়াত জোট ও এনসিপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আনোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী ইসমাইল হোসেন কাউছার, জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভূঁইয়া, জাসদের প্রার্থী সুলাইমান দেওয়ান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ও মোহাম্মদ শাহ আলম।

বাংলাদেশ সময়: ২৩:০৭:১৪   ২৭ বার পঠিত