![]()
ঢাকা-১৩ আসনে বহিরাগত প্রার্থী চাপিয়ে দিয়ে ভোটারদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অসম্মানের জবাব এবার ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা-১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হক। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে আয়োজিত ‘জাগরণী পদযাত্রা’ শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
আজ সকাল ১০টায় ঢাকা উদ্যান থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রা চলাকালে পথসভাগুলোতে আল্লামা মামুনুল হক বলেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া—পুরো বাংলাদেশে আজ পরিবর্তনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে।
যারা এই পরিবর্তন ও সংস্কারের বিরুদ্ধে, তাদের সময় শেষ হয়ে আসার বার্তা চারদিকে ছড়িয়ে পড়ছে।’
এলাকার নিরাপত্তা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘রিকশা মার্কা বিজয়ী হলে ঢাকা-১৩ অঞ্চল আর ‘ক্রাইম জোন’ থাকবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সাম্রাজ্য পুরোপুরি নির্মূল করা হবে। কোনো কিশোরকে আর ‘গ্যাং’ পরিচয় দিয়ে কারো আধিপত্যবাদের হাতিয়ার হতে দেওয়া হবে না।
’
রাজনৈতিক দলগুলোর প্রার্থী নির্বাচনের সমালোচনা করে আল্লামা মামুনুল হক বলেন, ‘এই এলাকার চার লাখ ভোটারের ওপর বারবার বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে, যা অত্যন্ত অসম্মানজনক। বড় দলগুলো স্থানীয় শিক্ষিত ও যোগ্য নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না। এই ফ্যাসিবাদী সিদ্ধান্তের জবাব দিতে এবার সাধারণ মানুষ সোচ্চার। তারা এমন একজনকে প্রতিনিধি চায়, যিনি এই এলাকার মাটি ও মানুষের সাথে মিশে আছেন।
’
পদযাত্রাটি ঢাকা উদ্যান থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদী হাউজিং সোসাইটি, কাদেরবাদ হাউজিং এবং লালমাটিয়ার বিভিন্ন ব্লকসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। এলাকার প্রতিটি অলিগলিতে রিকশা মার্কার সমর্থনে স্লোগান ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিশাল এই পদযাত্রাটি আসাদ গেটে গিয়ে এক পথসভার মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫৯:১২ ৭ বার পঠিত