
জামালপুর প্রতিনিধি : নির্বাচনে জয়ী হলে সাত দিনের মধ্যে শান্তির সরিষাবাড়ী গড়া ও সকল বৈষম্যের সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও এলাকায় শান্তির সুবাতাস বইয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া ও ডিগ্রী পাঁচবাড়ী (৬ নং ওয়ার্ড) বিএনপি আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটের অধিকার ও গণতন্ত্রের ডাক পথসভায় শামীম তালুকদার ভোটারদের উদ্দেশে বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি কোনো ভয়ভীতি ছাড়াই সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আপনাদের কাছে অনুরোধ, নিজেদের মূল্যবান ভোটটি নষ্ট করবেন না।”
তিনি আরও বলেন, বিগত দীর্ঘ সময়ের বঞ্চনা কাটিয়ে সরিষাবাড়ীকে একটি আধুনিক ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর।
কামরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কামরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিপন মিয়া ও সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম। পুরো পথসভাটি সঞ্চালনা করেন কামরাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে কামরাবাদ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
২৮-০১-২৬
বাংলাদেশ সময়: ১৯:২৫:৩৪ ৩৬ বার পঠিত