বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

রাজনীতি কৌশলের খেলা, খুনাখুনি নয়: জোনায়েদ সাকি

প্রথম পাতা » চট্টগ্রাম » রাজনীতি কৌশলের খেলা, খুনাখুনি নয়: জোনায়েদ সাকি
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬



রাজনীতি কৌশলের খেলা, খুনাখুনি নয়: জোনায়েদ সাকি

বিএনপি জোট মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেছেন, রাজনৈতিক একটি কৌশলের খেলা, খুনাখুনি কোনো রাজনীতি না। আমরা জনগণের স্বার্থের বাইরে অন্য কোনো স্বার্থের জন্য আন্দোলন করিনি। জনগণের ন্যায্য স্বার্থেই লড়াই-সংগ্রাম করেছি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবার দুটি ব্যালটে নির্বাচন হবে একটি গণভোট, অপরটি সাধারণ নির্বাচন। গণভোট বাস্তবায়নে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। জনগণের রায় ছাড়া সংবিধান পরিবর্তন করা যায় না। তাই গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট এবং সংসদ গড়ার লক্ষ্যে ৩০০ আসনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’

দেশের ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো দেশকে ঐক্যবদ্ধ করতে চাই। এই মুহূর্তে দেশের ঐক্য অত্যন্ত জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন, দেশের মধ্যে বিভাজন থাকলে কী হয়, রাতের আঁধারে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। নিশ্চয়ই আপনারা বিষয়টি অবগত। যেসব দেশ স্বাধীনতা-সার্বভৌমত্বের দিক দিয়ে আক্রান্ত, তাদের প্রত্যেকের জনগণ নিজেরা নিজেরা মারামারি করছে। এজন্যই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে।’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের রক্তের বিনিময়ে নতুন দেশ গড়ার সুযোগ এসেছে। আজকে শিশুদের জন্য আবার নতুন ভবিষ্যৎ গড়তে চাই। ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপি ও গণসংহতি আন্দোলনসহ ৩৯টি দল যুগপৎ আন্দোলন করেছে। আমরা বিশ্বাস করি, সামনের জাতীয় নির্বাচনে এই যুগপৎ আন্দোলনের দলগুলোর মাধ্যমে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে।’

বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশ্যে সাকি বলেন, ‘আগামী সরকারে যদি আমাদের প্রভাব রাখার কোনো সুযোগ থাকে, তবে আমরা বাঞ্ছারামপুরবাসীকে প্রাধান্য দিয়ে সেই সুযোগ কাজে লাগাতে চাই। এজন্যই আমি বাঞ্ছারামপুর থেকে নির্বাচন করতে এসেছি।’

এ সময় তার সঙ্গে গণসংহতি আন্দোলনের নেতারাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:৫৬   ৯ বার পঠিত