![]()
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, আমরা কোনো অবাস্তব কথা বলতে চাই না। বাংলাদেশে চলমান যে রাজনৈতিক সংস্কৃতি তা হলো কথা দিয়ে কথা না রাখতে পারার, ইশতেহার দিয়ে সেটা বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতি, তার মধ্যে এনসিপি ঢুকবে না।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলটির ৩৬ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আসিফ বলেন, জুলাই গণ-অভুত্থানের পর গণতান্ত্রিক রূপান্তরের ম্যান্ডেট জনগণের আকাঙ্ক্ষা এবং গণ-অভুত্থান ছিল জনগণের স্পষ্ট বার্তা রাষ্ট্রকে আগের কাঠামোতে চালানোর বিপক্ষে এবং একটি নতুন গণতান্ত্রিক রূপান্তরের মধ্যে রাষ্ট্রের পুনর্গঠন এবং পুনর্বিন্যাস।
জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে মৌলিক ও কাঠামোগত সংস্কার ছাড়া স্থায়ী গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়। সেকেন্ড রিপাবলিক কোনো স্লোগান নয়, এটি একটি জবাবদিহিমূলক অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার।
তিনি আরো বলেন, আমরা বাস্তবতার নিরিখে এই ইশতেহারের মধ্য দিয়ে আগামী পাঁচ বছরে যতটুকু বাস্তবায়ন সম্ভব এবং যতটুকু আমরা বাস্তবায়ন করতে পারব বলে আমরা বিশ্বাস করি ততটুকুই বাংলাদেশের মানুষকে কথা দিতে চাই।
সাবেক এই উপদেষ্টা বলেন, এই ইশতেহার জনগণের সঙ্গে দীর্ঘ কথোপকথনের ফল।
জুলাই পদযাত্রা থেকে শুরু করে আমরা দেশের পথে-প্রান্তরে গিয়েছি। আমরা মানুষের কথা শুনেছি। মানুষ আমাদের তাদের বক্তব্যগুলো দিয়েছেন। তাদের দাবিগুলো জানিয়েছেন।
আমরা সমাজের বিভিন্ন কমিউনিটির সঙ্গে বসেছি। তাদের কথা শুনেছি। বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সঙ্গে বসেছি। শ্রমিকদের নেতৃত্বের সঙ্গে বসেছি। সবার কথার ভিত্তিতে এই ইশতেহার তৈরি হয়েছে।
১২টি অধ্যায়ের ৩৬ দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৪০ ১২ বার পঠিত