গ্র্যাজুয়েটরা আগামী দিনের সমাজ ব্যবস্থার চাবিকাঠি : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্র্যাজুয়েটরা আগামী দিনের সমাজ ব্যবস্থার চাবিকাঠি : ধর্ম উপদেষ্টা
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



গ্র্যাজুয়েটরা আগামী দিনের সমাজ ব্যবস্থার চাবিকাঠি : ধর্ম উপদেষ্টা

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠান আজ মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ নগরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে ১ হাজার ৭৫৪ জন গ্রাজুয়েটকে স্নাতক ও স্নাতকোত্তর সনদ প্রদান করা হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাই দেশ পরিচালনা করেন, তারাই আগামীদিনের সমাজ ব্যবস্থার অন্যতম চাবিকাঠি। আপনারা লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা, প্রজ্ঞা, আচরণ, নৈতিকতা ও মূল্যবোধ দিয়ে সমাজের সেবা করে যাবেন।

গ্রাজুয়েটদের প্রতি দেশকে বদলে দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের ৫৪ বছরের ইতিহাসে সাফল্য যেমন আছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি ভালো নয়। তিনি সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আপনার আজকের অবস্থানের পিছনে অনেক মানুষের অবদান রয়েছে। সবচেয়ে বড় অবদান পিতামাতা ও অভিভাবকদের। একারণে পিতামাতার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। তিনি আরো বলেন, আপনার সামনের দিন কঠিন। দক্ষতা দিয়ে আপনাকে পথ করে নিতে হবে। তিনি গ্রাজুয়েটদেরকে সহনশীলতা, সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক ড. হাকিম মোঃ ইউসুফ হারুন ভূইয়া ও উপাচার্য অধ্যাপক মোঃ মনজারুল আলম বক্তৃতা করেন।

হামদর্দ বিশ্ববিদ্যালয়ের ১ম এ সমাবর্তন অনুষ্ঠানে বিজনেস অনুষদের ৩য় ব্যাচের শিক্ষার্থী মোঃ আশরাফুল হোসেনকে চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়। ফাউন্ডার গোল্ড মেডেল পেয়েছেন অধ্যাপক ড. কামরুন্নাহার হারুন পলিন। এছাড়া বিভিন্ন বিভাগের আটজন গ্রাজুয়েটকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেলে ভূষিত করা হয়।

এর আগে উপদেষ্টা রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের আয়োজনে যাকাত ফেয়ার-২০২৬ এর উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ২২:১৪:৩১   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে কোনো মাদকের ব্যবসা হবে না: দিপু ভূঁইয়া
নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: এসপি মিজানুর
সবাই যদি আইন মেনে নির্বাচন করেন তাহলে ইতিহাসে হয়ে থাকবে- ডিসি
বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত : আমীর খসরু
সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার
নওগাঁয় ডাম্প ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রীসহ নিহত ৫
ফ্যাসিবাদের পতন হয়েছে ঠিকই, কিন্তু তাদের ষড়যন্ত্র থেমে নেই : গোলাম পরওয়ার
প্রশাসনকে কড়াভাবে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের নির্দেশ ইসির
আগামী নির্বাচনকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র চলছে : শামা ওবায়েদ
গ্র্যাজুয়েটরা আগামী দিনের সমাজ ব্যবস্থার চাবিকাঠি : ধর্ম উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ