রূপগঞ্জে কোনো মাদকের ব্যবসা হবে না: দিপু ভূঁইয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে কোনো মাদকের ব্যবসা হবে না: দিপু ভূঁইয়া
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



রূপগঞ্জে কোনো মাদকের ব্যবসা হবে না: দিপু ভূঁইয়া

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, “কাঞ্চন পৌরসভার মানুষের মনে আমি আছি। কাঞ্চন পৌরসভার সুখে-দুঃখে আমি থাকবো। কাঞ্চনবাসী কোনো নাগরিক সুবিধা পায় নাই। মসজিদ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল আমি সবকিছু করে ছাড়বো। কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে।”

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

তিনি বলেন, “রূপগঞ্জে বিগত ১৭ বছর ধরে সন্ত্রাস ও অস্ত্রের ঝনঝনানি চলেছে। কাঞ্চনে দুধের চেয়েও বেশি মাদক বিক্রি হতো। দেশনায়ক তারেক রহমান নারায়ণগঞ্জের ২০টি মাদকের স্পটের কথা বলে গেছেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, যারা মাদকের সঙ্গে জড়িত তারা ১২ তারিখের আগেই রূপগঞ্জ ছেড়ে যান। নাহলে ১২ তারিখের পরে আপনাদের সপরিবারে রূপগঞ্জ ছাড়তে হবে।”

গ্যাস সংকট নিয়ে সরব হয়ে তিনি বলেন, “আমার মা-বোনেরা গ্যাসের জন্য টাকা দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা সেই টাকা জমা না দিয়ে লাইনগুলো অবৈধ করেছে। অথচ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ফ্যাক্টরিতে ঠিকই গ্যাস আছে। তাদের বাসায় যদি গ্যাস থাকে, তবে সাধারণ মানুষের বাসায়ও গ্যাস থাকতে হবে। আমরা বিএনপি পরিবার সরকারের সঙ্গে কথা বলে এই সমস্যা সমাধানের চেষ্টা করব।”

জমি দখল ও অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, “অনেকে বালি ফেলে মানুষের ঘর-বাড়ি ভরাট করে ফেলেছে। আমি সিএস, এসএ ও আরএস পর্চা বের করব। খাল ও রাস্তার জায়গা যারা দখল করেছেন, তারা যত শক্তিশালীই হোন বা যত বড় ইন্ডাস্ট্রিই থাকুক—সেই জায়গা উদ্ধার করে রাস্তাঘাট করা হবে। এছাড়া দখলকৃত খাস জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণ করা হবে।”

স্থানীয় বিএনপি নেতারা এ জনসভার আয়োজন করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৫   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই: মান্নান
পাকিস্তানে ‘ভারতসমর্থিত’ ৯৯ সন্ত্রাসী নিহত
শহরকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি আবুল কালামের
মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম
রূপগঞ্জে কোনো মাদকের ব্যবসা হবে না: দিপু ভূঁইয়া
নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে: এসপি মিজানুর
সবাই যদি আইন মেনে নির্বাচন করেন তাহলে ইতিহাসে হয়ে থাকবে- ডিসি
বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন রাজনীতির অনন্য দৃষ্টান্ত : আমীর খসরু
সবধরনের জ্বালানি তেলের দাম কমাল সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ