মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম

প্রথম পাতা » আড়াইহাজার » মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত ‘কাস্তে’ প্রতীকের প্রার্থী, কমিউনিস্ট পার্টির নেতা হাফিজুল ইসলাম ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দুপ্তারা মালোপাড়া, কালিবাড়ী বাজার, গোবিন্দীর মোড়, বড় ফাউচা, ছোট ফাউচা, উদয়দি, বল্লবদি, সিলমান্দি, সিংহলদি বাজার, ইলমদি মোড়, তিলচান্দি, নইকাহন ও দাসপাড়া এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে এই নির্বাচনী প্রচারণা পরিচালিত হয়।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির আড়াইহাজার থানা কমিটির সভাপতি লোখনাথ বর্মণ, সাধারণ সম্পাদক রিপন বর্মণ, থানা কমিটির সদস্য দীন-দুনিয়া, আক্তার হোসেনসহ অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।

গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্যে হাফিজুল ইসলাম বলেন, আড়াইহাজারে অতীতে যারা সংসদ সদস্য ছিলেন তারা মানুষের সংকট সমাধান, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কার্যকর কোনো ভূমিকা রাখেননি। দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নারীর সামাজিক নিরাপত্তা ও সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

তিনি বলেন, চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্ম্যে আড়াইহাজারবাসীর জীবন একসময় দুর্বিষহ হয়ে উঠেছিল। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে সোনাখালী খাল ও ব্রহ্মপুত্র নদের পানি দূষিত হয়ে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হাফিজুল ইসলাম আরও বলেন, “আপনারা আমার পাশে থাকলে নদী-খাল দখল ও দূষণমুক্ত করাসহ মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো। লুটেরা, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গণবিরোধী রাজনীতির বিপরীতে নীতিনিষ্ঠ বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছে তারা জনগণের ভাগ্যের মৌলিক কোনো পরিবর্তন আনতে পারেনি। নির্বাচন এলে মিষ্টি কথার ফাঁদে ফেলে ভোট নিয়ে বিজয়ী হয়ে পরে আর জনগণের দিকে ফিরে তাকায়নি। এদের কথায় আর ভুল করা যাবে না।

শেষে তিনি বলেন, “পেশিশক্তি ও ভয়ভীতির দিন শেষ। সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি কাস্তে মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আশা করি আপনারা কাস্তে মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে জনসেবা করার সুযোগ দেবেন।”

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৫   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


মাদক ও সন্ত্রাসমুক্ত আড়াইহাজার গড়ে তুলবো: হাফিজুল ইসলাম
দুর্বল–সবল বলে কিছু নেই, সব প্রার্থী এক: রিটার্নিং কর্মকর্তা
আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
আড়াইহাজারে যৌথ অভিযানে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৪ জন আটক
আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র মিললো ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে
আড়াইহাজারে বাজার-সড়ক মনিটরিং: ৬ মামলায় জরিমানা ৩৯ হাজার
আড়াইহাজারে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, জরিমানা
সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: ২ প্রতিষ্ঠান গুড়িয়ে অপরটিকে জরিমানা
পুলিশের ওপর ককটেল ছুড়ে পালাল ডাকাত
আড়াইহাজারে ২ মাদক সেবনকারীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ