
জামালপুর, ইসমাইল হোসেন : জামালপুরের সরিষাবাড়ীতে ৪ এসআই’কে সাময়িকভাবে পদচ্যুত ও ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার(১০ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধকে টেনে হিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ও-ই বৃদ্ধকে গ্রেফতার করাকালীন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে মিশ্র প্রক্রিয়া দেখা দেয় এবং পুলিশের বিরুদ্ধে নানান অনিয়ম ও মানবতা বিরুদ্ধী প্রশ্ন উঠে।
এ বিষয়ে জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন “নিউজ টু নারায়ণগঞ্জ” কে জানান, উক্ত ঘটনার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের ইতিমধ্যে সাসপেন্ড করে সরিষাবাড়ী থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে সর্বোচ্চ বিভাগীয় শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামালপুর জেলার পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ “নিউজ টু নারায়ণগঞ্জ” কে জানান, উক্ত ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং তদন্তপূর্বক সর্বোচ্চ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাসপেন্ডকৃত ৪ পুলিশ সদস্যরা হলেন, সরিষাবাড়ী থানার এস আই আলতাব হোসেন ,সাইফুল ইসলাম, ওয়াজেদ আলী, মুনতাজ আলী। এছাড়াও বাকি দুই পুলিশ সদস্য মোজাম্মেল হক ও মহিলা পুলিশ সদস্য সাথী আক্তারকে প্রত্যাহার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৯:৫০:৪৪ ৪১৪ বার পঠিত