বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » খুলনা » বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যে কোস্টগার্ডের যাত্রা শুরু হয়েছিল, তা এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি আজ দুপুরে খুলনা শিপইয়ার্ড লি: এ বাংলাদেশ কোস্টগার্ডের জন্য নির্মিত ১টি ফ্লোটিং ক্রেন, ২টি টাগ বোট, ৬টি হাইস্পীড বোট এবং নারয়ণগঞ্জের ডিইডব্লিউ নির্মিত ১টি ইনশোর প্যাট্রোল ভেসেল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বাণিজ্যের নব্বই শতাংশই সমুদ্র পথে সম্পন্ন হয়। এছাড়া প্রতিবেশি দেশসমূহের সাথে সমুদ্রসীমা নির্ধারিত হওয়ায় বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সম্পদের ভান্ডার আমাদের অধিকারে এসেছে। এগুলো আহরণ এবং সমুদ্রগামী জাহাজ সমূহের নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধিতে বহুমূখী পদক্ষেপ নিয়েছে সরকার। কোস্টগার্ডের জন্য নির্মিত এসকল বোট হস্তান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে এসব বোট নির্মাণের জন্য খুলনা শিপইয়ার্ড লিমিটেডকে ধন্যবাদ জানান।
খুলনা শিপইয়ার্ড লি: কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যান ভেন লিউইন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন, খুলনা নেভাল এরিয়ার কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন ও বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। খুলনা শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজিজ এতে সভাপতিত্ব করেন।
হস্তান্তর শেষে মন্ত্রী টাগবোট ঘুরে দেখেন এবং এর কার্যক্রম পর্যবেক্ষন করেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশের পরিস্থিতি কখনই শ্রীলংকার মতো হবে না। বিএনপি দ্বিবাস্বপ্ন দেখছে, ক্ষমতার এসে তারা আবার দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। কিন্তু জনগণ তাদের সাথে নয়, জনগণের আস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আছে। জনগণ জানে শেখ হাসিনার কোন বিকল্প নাই। কারণ তিনি জনগণকে যা প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করে দেখান।
টাগ বোটদ্বয় ৩৫০০ টন ওজনের যে কোন জাহাজের বার্থিং/আন বার্থিং, টোউ, পুশ/ পুল অপারেশন ছাড়াও ফায়ার ফাইটিং, অন্য জাহাজের দূর্ঘটনাকালীন সহযোগিতা, ডুবন্ত জাহাজের উদ্ধার অভিযান ইত্যাদি জরুরি কাজ সম্পাদনে ব্যবহৃত হবে। বোট দুইটি বাংলাদেশ কোস্ট গার্ডের সকল জাহাজের বিভিন্ন অফশোর সাপোর্ট কার্যাবলি সম্পাদনে সক্ষম হবে। এছাড়া অন্যান্য বোটগুলো দ্বারা উপকূলীয় এলাকায় নিয়মিত টহল প্রদান, চোরাচালান বিরোধী অভিযান, মাদক পাচার বিরোধী অভিযান, দূর্ঘটনা পরবর্তী উদ্বার ও অনুসন্ধান কার্যক্রম, মৎস্য সম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার ও ত্রান তৎপরতা পরিচালনা, পরিবেশ দূষণ প্রতিরোধ ইত্যাদি নানাবিধ কার্যক্রমসহ বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৫৯ ১৫ বার পঠিত
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)খুলনা’র আরও খবর
সাতক্ষীরায় বিএসএফের ছিনতাই হওয়া অস্ত্রসহ যুবক আটক
খুলনায় ৭৩ হাজার লিটার সয়াবিন তেল মজুত, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বাংলাদেশ কোস্টগার্ড এখন সত্যিকার অর্থে গার্ডিয়ান অফ সি : স্বরাষ্ট্রমন্ত্রী
হৃদয় উৎসারিত আবেগ ও শ্রদ্ধায় কবি গুরুর জন্মবার্ষিকী উদযাপন
সত্য ও সুন্দরের উন্মেষ ঘটিয়ে আঁধার কাটিয়ে আলোর রুপ প্রতিষ্ঠা করাই হচ্ছে রবীন্দ্র দর্শনের মূল ভিত্তি - স্পীকার
শিলাইদহে শুরু হচ্ছে জাতীয় পর্যায়ে রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপন
সংস্কারের অভাবে বাগেরহাটের বেশির ভাগ স্লুইচগেট অকেজো
বিএনপির কর্মই ছিল রাষ্ট্রযন্ত্রকে দলীয়ভাবে ব্যবহার করা : হানিফ
বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায়না : হানিফ
বাগেরহাটে ২ কেজির ইলিশ ২ হাজার টাকা
আর্কাইভ
- প্রথম পাতা
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- কৃষি ও বাণিজ্য
- খুলনা
- খেলাধুলা
- চট্টগ্রাম
- জাতীয়
- টাঙ্গাইল
- ঢাকা
- তারার মেলা
- ধর্ম
- নারায়ণগঞ্জ
- নারায়ণগঞ্জ সদর
- পরিবেশ ও পর্যটন
- ফতুল্লা
- ফিচার
- বন্দর
- বরিশাল
- বিনোদন
- বিভাগীয় সংবাদ
- মুক্তমত
- ময়মনসিংহ
- রংপুর
- রাজনীতি
- রাজশাহী
- রান্না
- রাশিফল
- রেসিপি
- লাইফস্টাইল
- শিক্ষা ও প্রযুক্তি
- সম্পাদকীয়
- সোনারগাঁ
- স্বাস্থ্য

Giasuddin Ahmed, Freedom Fighter
Editor & Publisher
MD, Ebrahim Khalil
Telephone : +88 02-224 427 530
Mobile: 01551- 02 65 88 , 01843 - 00 77 60
E-mail: [email protected] [email protected], [email protected]
অফিস : ২৩,শায়েস্তাখান রোড, কালীর বাজার নারায়ণগঞ্জ ( পুরাতন কোট সংলগ্ন ) ।
নিউজ টু নারায়নগঞ্জ ডটকম লিঃ এর একটি প্রকাশনা