করোনা পরবর্তী ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাহসী ও বাস্তবায়নযোগ্য বাজেট: সরকারি দল
প্রথম পাতা » ছবি গ্যালারী » করোনা পরবর্তী ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাহসী ও বাস্তবায়নযোগ্য বাজেট: সরকারি দলজাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা করোনা পরবর্তী ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে উপস্থাপন করা এ বাজেটকে সাহসী ও বাস্তবায়নযোগ্য বলে উল্লেখ করেছেন।
তারা বলেন, এ বাজেট বৈশ্বিক মহামারিতে ও চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থায় ক্ষতিগস্ত অর্থনীতিতে প্রাণ সঞ্চারে নিয়ামক ভূমিকা পালন করবে।
গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার এ বাজেট প্রস্তাব পেশ করেন। এর আগে গত ১৩ জুন সংসদে চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।
বাজেটের ওপর আলোচনায় আজ অংশ নেন, সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সরকারি দলের আ ফ ম রুহুল হক, কাজী কেরামত আলী, মহিবুর রহমান মানিক, এবাদুল করিম, জিল্লুল হাকিম, তাহজিব আলম সিদ্দিকী, কাজী নাবিল আহমেদ, পংকজ নাথ, কাজী মইনুল ইসলাম, আবদুল আজিজ, খান আহমেদ শুভ, আছলাম হোসেন সওদাগর, সানোয়ার হোসেন, আবুল হাসেম খান, বাসন্তী চাকমা, বেগম মুনিরা সুলতানা, বেগম হাবিবা রহমান খান, বেগম হোসনে আরা, বেগম সালমা চৌধুরী, আজিবা আনজুম লিজা, গ্লোরিয়া ঝর্ণা সরকার, বেগম রোমানা আলী, জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী, রানা মোহাম্মদ সোহেল এবং বিকল্পধারার আবদুল মান্নান।
আলোচনায় অংশ নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সাহসী ও সময়োপযোগী এ বাজেট অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হবে।
তিনি বলেন, শেখ হাসিনা দেশ পরিচালনায় সর্বক্ষত্রে শতভাগ সাফল্য অর্জন করে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছেন। তাছাড়া তিনি দেশ থেকে সন্ত্রাস নির্মূল করে বাংলাদেশকে বিশ্বের অন্যতম শান্তির আবাস হিসাবে প্রতিষ্ঠা করেছেন।
মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংকের রক্তচক্ষুকে তোয়াক্কা না করে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে চমকে দিয়েছেন। ২৫ জুন এ সেতু উদ্বোধনের মাধ্যমে জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন সফল হতে যাচ্ছে।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, করোনা পরবর্তী রাশিয়া -ইউক্রেন যুদ্ধে বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির কথা বিবেচনায় রেখে দেশের ক্ষতিগ্রস্ত আর্থ-সামাজিক ব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই বাস্তবসম্মত, সময়োপযোগী এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার সূচিত গত ১৩ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।
তারা বলেন, বৈশ্বিক মহামারি সংক্রমণের সাথে সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের ফলে সফলভাবে করোনা মোকাবেলা করা সম্ভব হয়েছে। তার বলিষ্ঠ ও দূরদর্শী পদক্ষেপে দেশের আর্থ-সামাজিক কর্মকা- সচল রেখে উন্নয়ন অগ্রগতি সচল রাখা সম্ভব হয়েছে। তাঁর সাহসী পদক্ষেপ বিশ্বে প্রশংসিত হয়েছে। তারা বলেন, করোনাকালে বিশ্বের প্রায় সব দেশের জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক। আর বর্তমান সরকারের পদক্ষেপের ফলে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৫.২ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে। আগামী অর্থ বছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫ নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত আর্থ-সামাজিক অবস্থার পুনরুদ্ধারে ২৩টি খাতে প্রণোদনা প্রদান করার ফলে এটা সম্ভব হয়েছে।
তারা বলেন, সরকার আমলে গত ১৩ বছরে যুগে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। দেশের জিডিপির আকার বেড়ে ৩৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় পাকিস্তানের দ্বিগুণ। আর ভারতের চেয়ে বেশী।
তারা বলেন, তবে এ বাজেট বাস্তবায়নে রাজস্ব আহরণ বৃদ্ধি করতে হবে। বিশেষ করে কর আহরনে সংস্কার করে জিডিপির অনুপাতে কর আদায় বাড়াতে হবে। বাংলাদেশের বর্তমানে কর আদায়ের অনুপাত মাত্র ৯ শতাংশ। এশিয়ার অন্যান্য দেশে গড় অনুপাত ১৫ শতাংশ। ফলে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে রাজস্ব আয় বাড়ানোর কোন বিকল্প নেই।
তারা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরৎ আনার ব্যবস্থা করার আহবান জানিয়ে বলেন, সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৫৪ ২৮ বার পঠিত
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)ছবি গ্যালারী’র আরও খবর
সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
পদ্মা সেতু কোরবানিকেন্দ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ওডেসার আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জন
নিউইয়র্কে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র গোলটেবিল বৈঠক
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করাটা ভাগ্যের ব্যাপার
সুনামগঞ্জে বন্যায় ১৮০০ কোটি টাকার ক্ষতি
সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোয় যোগদান ‘ঐতিহাসিক’
শ্রীলঙ্কাকে দশ উইকেটে হারাল অস্ট্রেলিয়া
ফেরিতে ভয়ঙ্কর জার্নি, অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা
আর্কাইভ
- প্রথম পাতা
- অর্থনীতি
- আইন আদালত
- আন্তর্জাতিক
- কৃষি ও বাণিজ্য
- খুলনা
- খেলাধুলা
- চট্টগ্রাম
- জাতীয়
- টাঙ্গাইল
- ঢাকা
- তারার মেলা
- ধর্ম
- নারায়ণগঞ্জ
- নারায়ণগঞ্জ সদর
- পরিবেশ ও পর্যটন
- ফতুল্লা
- ফিচার
- বন্দর
- বরিশাল
- বিনোদন
- বিভাগীয় সংবাদ
- মুক্তমত
- ময়মনসিংহ
- রংপুর
- রাজনীতি
- রাজশাহী
- রান্না
- রাশিফল
- রেসিপি
- লাইফস্টাইল
- শিক্ষা ও প্রযুক্তি
- সম্পাদকীয়
- সোনারগাঁ
- স্বাস্থ্য

Giasuddin Ahmed, Freedom Fighter
Editor & Publisher
MD, Ebrahim Khalil
Telephone : +88 02-224 427 530
Mobile: 01551- 02 65 88 , 01843 - 00 77 60
E-mail: [email protected] [email protected], [email protected]
অফিস : ২৩,শায়েস্তাখান রোড, কালীর বাজার নারায়ণগঞ্জ ( পুরাতন কোট সংলগ্ন ) ।
নিউজ টু নারায়নগঞ্জ ডটকম লিঃ এর একটি প্রকাশনা